বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ০৭:৪১ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরার জুলাই স্মৃ”তিস্তম্ভে অ”গ্নিসং”যোগের অ”ভিযোগে জুলাইযোদ্ধাদের প্র”তিবাদ সমাবেশ, অ”গ্নিকা”ন্ডের ঘ”টনা ঘ”টেনি, দা”বি পুলিশের শ্যামনগরকে ১২ নভেম্বর ‘উপকূল দিবস’ ঘোষণার দাবিতে মানববন্ধন নবপল্লব প্রকল্পের আওতায় শ্যামনগরে মাছচাষীদের মাঝে জৈব সার ও মাছের খাদ্য বিতরণ বিদায়ী জেলা প্রশাসক মোস্তাক আহমেদকে সাতক্ষীরার পুলিশের পক্ষে বিদায় সংবর্ধনা কালিগঞ্জে ধানেরশীষের প্রার্থী কাজী আলাউদ্দীনের লিফলেট বিতরণ সাতক্ষীরা জেলা রেস্তোরাঁ মালিক সমিতির জরুরী সভায় বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ  শিক্ষার্থীদের পারদর্শিতায় সন্তোষ প্রকাশ জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের সাতক্ষীরার শিবপুর ইউনিয়নে মানবাধিকার সংরক্ষন পরিষদ ও নারী পরিষদের দ্বী-মাসিক সভা অনুষ্ঠিত সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে জামায়াতের ইউনিয়ন বৈঠক অনুষ্ঠিত সাতক্ষীরায় খেলাধুলার মাধ্যমে বদলে যাচ্ছে শিশু-কিশোরদের জীবনধারা- ইউএনও অনুজা মন্ডল 

সাতক্ষীরায় এলএনজি আমদানি বন্ধ করে নবায়নযোগ্য শক্তির পথে এগিয়ে চলার আহ্বানে প্রচারাভিযান

✍️এস এম শহিদুল ইসলাম📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১১৩ বার পড়া হয়েছে

বেসরকারী এনজিও স্বদেশ সাতক্ষীরা, ক্লিন এবং বিডব্লিউজিইডি-এর যৌথ উদ্যোগে শনিবার (০৮ ফেব্রুয়ারি ‘২৫) সাতক্ষীরায় এলএনজি আমদানি বন্ধ করে নবায়নযোগ্য শক্তির পথে এগিয়ে চলার আহ্বানে প্রচারাভিযান অনুষ্ঠিত হয়েছে।

এতে অংশ নেন পরিবেশবাদী, গবেষক, শিক্ষার্থী, সমাজকর্মী এবং সাধারণ জনগণ।

তাঁরা দাবি জানান, এলএনজি আমদানির ওপর নির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য শক্তির উন্নয়নে বিনিয়োগ করতে হবে। সমাবেশে সবাই একসঙ্গে স্লোগান দেন, “জীবাশ্ম জ্বালানি নয়, নবায়নযোগ্য শক্তিই ভবিষ্যৎ!”

সমাবেশের বক্তারা বলেন, সরকার যে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে এলএনজি আমদানি করছে, তা দেশের জনগণের জন্য আর্থিক চাপ তৈরি করছে এবং পরিবেশকে আরও ঝুঁকির মধ্যে ফেলছে। তারা বলেন, “এলএনজি কোনো দীর্ঘমেয়াদী সমাধান নয়; বরং এটি একটি ব্যয়বহুল ও বিপজ্জনক নির্ভরতা সৃষ্টি করছে।”

বিশেষজ্ঞরা ব্যাখ্যা করেন, এলএনজি পোড়ানোর ফলে বিপুল পরিমাণ কার্বন-ডাই-অক্সাইড এবং মিথেন গ্যাস নির্গত হয়, যা বৈশ্বিক উষ্ণায়ন এবং জলবায়ু সংকটকে ত্বরান্বিত করে। এছাড়া, বিশ্ববাজারে এলএনজির দাম ক্রমাগত ওঠানামা করছে, যার ফলে বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদন খরচ অস্বাভাবিকভাবে বাড়ছে।

বক্তারা বলেন, বাংলাদেশের জন্য নবায়নযোগ্য শক্তি—বিশেষ করে সৌর ও বায়ু শক্তি—একটি বাস্তবসম্মত ও দীর্ঘমেয়াদি সমাধান হতে পারে। সাতক্ষীরার মতো জেলাগুলোতে সৌর বিদ্যুৎ প্রকল্প গড়ে তুললে টেকসই উন্নয়ন সম্ভব হবে এবং আমদানি নির্ভরতা কমবে।

সমাবেশে বক্তারা বলেন, “আমরা চাই, সরকার অবিলম্বে নবায়নযোগ্য শক্তির ওপর বিনিয়োগ বাড়িয়ে এলএনজি আমদানি বন্ধ করুক। এটি শুধু পরিবেশ রক্ষা করবে না, বরং দেশের অর্থনৈতিক স্থিতিশীলতাও নিশ্চিত করবে।”

স্বদেশ সাতক্ষীরার মুখপাত্র মাধব চন্দ্র দত্ত বলেন, “আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ, সাশ্রয়ী এবং পরিবেশবান্ধব শক্তির বাংলাদেশ গড়ে তুলতে চাই। এই আন্দোলন শুধু সাতক্ষীরায় সীমাবদ্ধ থাকবে না, বরং এটি সারাদেশে সম্প্রসারিত হবে।”

তিনি আরও বলেন, “এখন সময় এসেছে নবায়নযোগ্য শক্তির পথে এগিয়ে যাওয়ার। টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে সরকারকে এলএনজি আমদানি বন্ধ করে নবায়নযোগ্য শক্তিতে বিনিয়োগ বাড়াতে হবে।”

এই প্রচারাভিযান শুধু সাতক্ষীরাবাসীর নয়, বরং সমগ্র বাংলাদেশের মানুষকে জীবাশ্ম জ্বালানি থেকে মুক্তি এবং নবায়নযোগ্য শক্তির দিকে ধাবিত হওয়ার জন্য অনুপ্রাণিত করবে। সংগঠনগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে, এলএনজি আমদানির বিরুদ্ধে এবং নবায়নযোগ্য শক্তির পক্ষে এই আন্দোলন আরও জোরদার করা হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!