সাতক্ষীরা পৌরসভার ০৪ নং ওয়ার্ডের সুলতানপুরে নতুন ড্রেণ নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টায় সদর উপজেলা সংলগ্ন বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ’র বাড়ির সামনে ব্র্যাকের আরবান ডেভেলপমেন্ট প্রাগ্রামের আওতায় ও সাতক্ষীরা পৌরসভার ব্যবস্থাপনায় প্রধান অতিথি হিসেবে কুদাল দিয়ে মাটি কেটে নতুন ড্রেণ নির্মাণ কাজের উদ্বোধন করেন জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ।
সদর উপজেলা সংলগ্ন বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ’র বাড়ির সামনে থেকে কাজী পাড়ার রাস্তা পর্যন্ত ব্র্যাকের আরবান ডেভেলপমেন্ট প্রাগ্রামের আওতায় ও সাতক্ষীরা পৌরসভার ব্যবস্থাপনায় ৩শ’ ৬০ ফুট এ ড্রেণ ৪ লক্ষ ৪৪ হাজার টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে।
সাতক্ষীরা পৌরসভার ০৪নং ওয়ার্ডের কাউন্সিলর কাজী ফিরোজ হাসানের প্রচেষ্টায় এলাকাবাসীর দীর্ঘদিনের চাওয়া এ ড্রেণটি নির্মাণ কাজ শুরু হওয়ায় এলাকায় আনন্দের জোয়ার বইতে শুরু করেছে।
কাউন্সিলর কাজী ফিরোজ হাসানানের কাছে পৌরসভার ০৪নং ওয়ার্ড বাসীর কাঙ্খিত চাওয়া পাওয়া শতভাগ পূরণ হওয়ায় আবারও এলাকাবাসী কাজী ফিরোজ হাসানকেই কাউন্সিলর হিসেবে পেতে চাই।
সেজন্য ০৪নং ওয়ার্ডের সকলের কাছে দোয়া চেয়েছে এলাকাবাসী। এসময় সবই কাউন্সিলর ফিরোজ হাসানের জন্য মন খুলে দোয়া করেন।’
এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি শেখ নুরুল হক, পৌরসভার ০৪নং ওয়ার্ড কাউন্সিলর কাজী ফিরোজ হাসান, জাতীয় মহিলা সংস্থার সদস্য ও জেলা মহিলা আওয়ামীলীগ নেত্রী শিমুন শামস্, সাবেক ছাত্র নেতা শেখ ইজাজ আহমেদ স্বপন, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা জি.এম ওয়াহিদ পারভেজ, সাতক্ষীরা পৌরসভার বস্তি উন্নয়ন কর্মকর্তা জিয়াউর রহমান, এসও সাগর দেবনাথ, ব্র্যাকের আরবান ডেভেলপমেন্ট’র ফিল্ড কো-অর্ডিনেটর হাসান আলী, প্রোগ্রাম অর্গনাইজার শরিফুল আজাদ, রাশিদুল হাসান, সবুজ কুমার দাস, প্রকৌশলী গহর আশিক, কমিউনিটি অর্গানাইজার সাজেদা খাতুন প্রমুখ।