“আমরা একত্রে কাজ করার স্মৃতিকে লালন করি”এই বিশ্বাস বুকে ধারণ করে মঙ্গলবার (২১ জানুয়ারি’ ২৫) দুপুরে সাতক্ষীরা পুলিশ লাইন্স ড্রিলসেডে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সজিব খান (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ আমিনুর রহমান (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), সাতক্ষীরার বদলীজনিত বিদায় উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।
উক্ত অনুষ্ঠানে জেলা পুলিশ, সাতক্ষীরার পক্ষ থেকে বিদায়ী অফিসারগনকে ফুলেল শুভেচ্ছো ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেন সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম। পুলিশ সুপার তাদের পরবর্তী কর্মস্থলের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সজীব খান (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ আমিনুর রহমান (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), মোঃ আমিনুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (কালীগঞ্জ সার্কেল), মোঃ হাসানুর রহমান,সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল), ডাঃ আবু হোসেন, পুলিশ হাসপাতাল, সাতক্ষীরা সহ সকল থানার অফিসার ইনচার্জগণ এবং জেলা পুলিশের সকল পদমর্যাদার সদস্যগণ।