জাতীয় প্রতিবন্ধী উন্নয়ণ ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত সাতক্ষীরার সুইড খাতিমুন্নেসা হানিফ লস্কর বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের দুস্থ প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে সোমবার (২০ জানুয়ারি’২৫) সকাল ১০টায় বিদ্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক/সদস্য সচিব রফিকুল ইসলাম ৩০জন প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেন।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষিকা নাজমা আক্তার, সহকারী শিক্ষিকা রুমা রাণী, অফিস সহকারী মফিজুল ইসলাম, হাসিনা পারভীন, আব্দুল মাজেদ, এছারুল্লাহ, রবিউল ইসলাম প্রমুখ।