সাতক্ষীরার দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান গভীর রাতে ঘুরে ঘুরে শীত বস্ত্র নিয়ে ছিন্নমূল ভাসমান অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন।
শুক্রবার (১৭ জানুয়ারি ‘২৫) মধ্য রাতে ইছামতি নদীরপাড় এলাকায় অর্ধশতাধিক রাস্তার ধারে আশ্রিত এ সকল লোকদের গায়ে কম্বল জড়িয়ে দেন তিনি। এদের বেশির ভাগ লোক মানসিকভাবে ভারসাম্যহীন ও অসহায়। পরে তিনি সেই অসহায় পরিবারের মাঝেও কম্বল তুলে দেন। কম্বল বিতরণকালে উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন উপস্থিত ছিলেন।
ইউএনও মো. আসাদুজ্জামান জানান, এই শীতের মধ্যে সবচেয়ে বেশি কষ্টে থাকে ছিন্নমূল অসহায় দরিদ্র মানুষগুলো। এ শ্রেণীর মানুষগুলো এমনিতেই অসহায়ভাবে জীবন-যাপন করে থাকে। তাই শীতার্তদের জন্য কম্বল সবার আগে এদের মাঝে বিতরণ করেছি। দিনের বেলায় এ সকল লোকজন বিভিন্ন জায়গায় পেটের দায়ে থাকে বলে রাতের বেলায় খুঁজে খুঁজে তাদের হাতে কম্বল দিচ্ছি। এ কম্বল বিতরণ চলমান থাকবে বলেও তিনি উল্লেখ্য করে সমাজের বৃত্তবানদেরকে এসকল অসহায় শীতার্তদের পাশে দাঁড়ানোর আহবান জানান।
এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদ, রাজণৈতিক ও সামাজিক সংগঠন, এতিমখানা, ক্লাব, বিভিন্ন বাজারের নাইটগার্ড সহ বিভিন্ন মাধ্যমে কম্বল বিতরণ করেন।