দাতা সংস্থা ইকো’র অর্থায়নে সেভ দ্য চিলড্রেন ইন্টারন্যাশন্যাল এর সহযোগিতায় উত্তরণ কর্তৃক বাস্তবায়িত Restoration of Basic Services and Livelihood in Noakhali and Lakshmipur Districts in Bangladesh’ প্রকল্প অবহিতকরণ সভা বৃহস্পতিবার (১৬ জানুয়ারি ‘২৫) বিকালে অনুষ্ঠিত হয়েছে।
নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার মোহাম্মদপুর ও নবীপুর ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত উপকারভোগীদের মাঝে ল্যাট্রিন ও টিউবয়েল মেরামত, লাইভলীহুড সাপোর্ট, শর্তহীন টাকা প্রদান, উপকারভোগীদের দক্ষতাউ ন্নয়ন ও সচেতনতাবৃদ্ধিমূলক কার্যক্রম পরিচালনার জন্য উপজেলা ও ইউনিয়ন এডমিনিসট্রেশনের সাথে অবহিতকরণ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দীন।
উত্তরণের প্রকল্প সমন্বয়কারী হাসিনা পারভীনের সঞ্চালনায় অবহিতকরণ সভায় আরও উপস্থিত ছিলেন মোহাম্মদপুর ও নবীপুর ইউনিয়নের চেয়ারম্যানদ্বয়, ইউনিয়ন পরিষদের পুরুষ ও নারীসদস্যগণ, ডুমুরিয়া ও কেশরপাড় ইউনিয়নের নির্বাচিত জনপ্রতিনিধি,সমন্বয়কগণ এবং সুশীল সমাজের প্রতিনিধি।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন সেভ দ্য চিলড্রেন এর উক্ত প্রকল্পের ম্যানেজার রিক্তা রানী দাস, মোঃ মোস্তাফিজুর রহমান, প্রজেক্ট অফিসার, শফিউর রহমান, প্রজেক্টঅ ফিসার (ইঞ্জিঃ), উত্তরণের এসিএফ এর প্রকল্প সমন্বয়কারী হেদায়েত উল্লাহ মুকুলসহ অন্যান্য স্টাফবৃন্দ।
সভায় প্রধান অতিথি সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দীন উপস্থিত সকলকে এই প্রকল্পের কার্যক্রম বাস্তবায়নে সহযোগিতা প্রদানের জন্য আহবান করেন এবং বন্যায় ক্ষতিগ্রস্ত প্রকৃত উপকারভোগী যেন সাপোর্ট পায় সেই বিষয়ে সহযোগিতা করারও আহবান জানান। এদিকে সভায় উপস্থিত সকলেই উল্লেখিত কার্যক্রম হাতে নেয়ার জন্য দাতা সংস্থা ইকো, সহযোগি সংস্থা সেভ দ্য চিলড্রেন ও বাস্তবায়নকারী সংস্থা উত্তরণকে আন্তরিক ধন্যবাদ জানান।