শেষ মানেই বিদায় নয়
শেষ মানেই শেষ বিদায় নয়,
শেষ মানেই সবকিছুর নয় প্রস্থান।
প্রিয় রাজশাহী আজ বিদায় নিলেও
তোমার ছায়া থেকে যাবে হৃদয়ে অম্লান।বিদায় পদ্মা নদীর শান্ত ঢেউ,
যার কোলজুড়ে কাটিয়েছি কত সোনালি ক্ষণ।
বিদায় কালাই রুটি আর হাসের মাংস,
যার স্বাদে মিশে ছিল জীবনের অংশ।বিদায় পরিচ্ছন্ন ও আলোকিত শহর,
তোমার পথে-ঘাটে ছিল জীবনজুড়ে খবর।
আজ রাজশাহীরতে শেষ দিবস কর্ম
তবু তোমার স্মৃতি থাকবে চিরকাল মর্ম।শেষ মানেই তো নতুন পথে পথচলা,
শেষ মানেই তো ভবিষ্যতের কথাবলা।
প্রিয় রাজশাহীকে আজ বলছি শুভ বিদায়,
তোমার পদ্মায় দেখে গেলাম সুর্য অস্ত উদয়।