শেষের প্রশ্ন
শেষটাই যদি বিচ্ছেদই হয়,
তবে কেন এসেছিলে উৎসবের রঙ ছড়িয়ে?
কেন প্রথম স্পর্শে মুছে দিয়েছিলে
সব একাকিত্ব, সব ব্যথার স্মরণ?শেষটাই যদি কষ্ট হয়ে থাকে,
তবে কেন শুরুটা সাজালে ভালোবাসার শিখরে?
কেন চোখে চোখ রেখে বলেছিলে,
“এ পথ একসাথেই পাড়ি দেব চিরকাল”?এ মৃত মনের দেহখানি,
আজও তোমার প্রতীক্ষায় চুপচাপ।
ভুলে গেছো হয়তো, তবু জানি,
একবারও কি মনে পড়ে না আমার নাম?তোমার ছোঁয়া, তোমার সেই হাসি,
সব কিছুই তো আজ স্মৃতি ফাঁসি।
তবু এই হৃদয় জড়িয়ে ধরে,
শেষ প্রশ্নই করে প্রতিদিন ঘুরে ফিরে।শেষটাই যদি বিচ্ছেদ ছিল তোমার অভিপ্রায়,
তবে কেন এসেছিলে আকাশের মতো বিশাল হয়ে?
না বলে চলে গেলে রেখে গেলে শুন্যতা এতটা,
কষ্টের দাগ শুকিয়েছে কিন্তু থেকে গেছে ক্ষতটা।