সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার দক্ষীন শ্রীপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে ১ ও ২ নং ওয়ার্ডে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ ডিসেম্বর’২৪) বিকাল ৫ টায় বাঁশতলা বাজার মোড়ে বিএনপি নেতা সাহাবুদ্দিন মীর এর সভাপতিত্বে ও বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম হাফিজুর রহমান শিমুল এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দক্ষীন শ্রীপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জুলফিক্কার আলী, প্রধান বক্তা ছিলেন দক্ষীন শ্রীপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব এস এম মোতাহার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জালাল উদ্দিন, যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান হুকুম ও যুগ্ম আহ্বায়ক আবু হানিফ, বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক ইদ্রিস আলী সরদার, যুবদল নেতা ফিরোজ হোসেন ও যুবনেতা ইউনুস আলী প্রমুখ।
এসময় বক্তারা বলেন স্বৈরাচারীনি ফ্যাসিস্ট হাসিনা গণরোষের ভয়ে দেশ থেকে পালিয়ে গেলেও দেশ বিরোধী তাদের ষড়যন্ত্র থেমে নেই। সে জন্য দেশবাসীকে সজাগ ও সদা সতর্ক থাকতে হবে।