বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরার কালিগঞ্জে উপজেলা কৃষকদলের আহ্বায়ক রোকনুজ্জামান রোকনের নেতৃত্বে শুক্রবার (১৩ ডিসেম্বর ‘২৪) উপজেলা কৃষকদলের বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের সদস্য সচিব আরিফুর রহমান ছোটন, সিনিঃযুগ্ন আহ্বায়ক কামরুজ্জামান, যুগ্ম আহ্বায়ক শরিফুল হালদার, আমিরুল ইসলাম, আবুল হোসেন, ইদ্রিস আলী, ১নং সদস্য কালাম হোসেন সবুজ, কৃষ্ণনগর ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক মিজানুর রহমান, সদস্য সচিব ওলিউর রহমান, উপজেলা জাসাস এর আহ্বায়ক মুরশিদ আলী, সিনিঃযুগ্ন শাহাজান, সদস্য সচিব মারুফ বিল্লাহ, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কাজী শরিফুল ইসলাম,ছাত্রদলের সিনিঃ সহ-সভাপতি জাকির হোসেন প্রমুখ।
উল্লেখ্য যে, কালিগঞ্জ উপজেলা কৃষকদলের সক্রীয় আহবায়ক রোকনের নেতৃত্বে উপজেলার ১২টি ইউনিয়নে দলকে সুসংগঠিত হচ্ছে। তারা কেন্দ্রীয় ঘোষিত প্রত্যেকটি প্রোগ্রামে সফল ভাবে পরিচালিত করে আসছে।