বিগত সভার সিদ্ধান্ত মোতাবেক সাতক্ষীরা সরকারি কলেজে প্লাটিনাম জুবিলি উদযাপন উপলক্ষে ৩য় প্রস্তুতি সভা আগামী ১৩ ডিসেম্বর (শুক্রবার) সন্ধ্যা ৬টায় সাতক্ষীরা সরকারি কলেজ শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত হবে।
কলেজ প্রতিষ্ঠার ৭৫ বছর পূর্তি প্লাটিনাম জুবিলি অনুষ্ঠানটি সফলভাবে বাস্তবায়নের কলেজের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের উপস্থিত হয়ে সুনির্দিষ্ট মতামত প্রদানের জন্য আহ্বান জানান হয়েছে। এ বিষয়ে ইতিপূর্বে আরো দুটো মতবিনিময় সভা হয়েছে। ১৯৪৭ সালে কলেজ প্রতিষ্ঠার ৭৫ বছর পূর্ণ হয়েছে। অতি দ্রুততম সময়ে প্লাটিনাম জুবিলি অনুষ্ঠানটি বাস্তবায়ন সবার সহযোগিতা কামনা করা হয়েছে। শুক্রবারের সভায় অনুষ্ঠান সম্পর্কে কিছু বিষয়ে চুড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে জানা গেছে।