
কুয়াশা ও রোদের হাতছানি!
কবি তানভীর আহমেদকুয়াশার সাথে কবির ভঙ্গুর সংসার,
ধূসর আকাশে ভেসে থাকা একান্ত আদর!
ম্লান আলোয় ঘেরা সেই শীতল প্রহর,
কবির মনে বাঁধে নীরব অন্তর!রোদ আসে, মিষ্টি হেসে,
দুষ্টু উঁকি দেয় জানালার ফাঁকে!
পরকীয়া প্রেমে জড়ায় সে—
কুয়াশার শীতলতায় গলে গলে থাকে!তবু রোদ জানে সুর্য তার ঘর,
তার উষ্ণতায় জেগে ওঠে প্রহর!
মায়ায় বাঁধা সংসারের টানে,
রোদ ফিরে যায় সুর্যেরই পাশে!কবি দেখে, ভাবে—
রোদ কি প্রেম, নাকি প্রতারণা?
কুয়াশার শীতলতা রোদের উষ্ণতা,
সবটুকুই মোহ নাকি মায়া?রোদ চায় কবির প্রেম,
আবার টানে সুর্যের তাপ!
দুই প্রেমিকের দুই চাওয়া,
যায়না তাতে কিছুই পাওয়া!কবি একাকী অঙ্ক কসে,
দ্বিধাদ্বন্দে বসে মুচকি হাসে!
কুয়াশার স্নিগ্ধতা, রোদের কায়া,
একটুখানি সত্য, একটুখানি মায়া!!