তুমি রঙিন আমি অগোছালো:
কবি তানভীর আহমেদতুমি বসন্তের ফুল রুপ গন্ধে ভরা,
আমি শীতে জুবুথুবু বৃক্ষ পাতা ঝরা!
তুমি নান্দনিক সুন্দরী যেন স্নিগ্ধতার ছবি,
আমি এক অগোছালো খামখেয়ালি কবি!তোমার চুল যেন ঝড়ের মতো কালো,
আমার চুল ভীষণ ভাবে এলোমেলো!
তোমার হাসি যেন সকালবেলার রোদ,
আমি তো ভাঙা ছায়া গোধূলির পথ!তোমার সাজসজ্জায় যত্নের নিদর্শন,
আমি ছেঁড়া জামায় বয়ে চলি বেখেয়াল মন!
তুমি যখন চুপ তখন প্রকৃতি যায় থেমে,
আমার কথা শুনে কেও পড়েনা প্রেমে!তবুও এসেছি এই বৈষম্যের পৃথিবীতে,
তোমার হিয়ায় আমার স্বপ্ন বুনে দিতে!
তুমি নিখুঁত ছবি হলে শিল্পী হবো আমি,
দুজন মিলে বাধা সুরটা হবে ভীষণ দামি!তুমি তোমার রঙের আকাশে তারার মতো জ্বলো,
আমার আকাশ বড্ড খোলা ও ভীষণ অগোছালো!
তোমাতে আমার শুরু ও তোমাতেই অবসান,
আমার অগোছালো প্রেমে তুমি রবে চির অম্লান!