রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ০৮:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা সদরের বালিথায় বি”ষপ্র”য়োগে অ”চেতন করে ঘরে ঢুকে কাগজপত্র, টাকা-গ”হনা চু”রির অ”ভিযোগ “অনলাইন কম্পিউটার” এর নতুন ও আধুনিক কম্পিউটার শো-রুম উদ্বোধন ১৯ নভেম্বর তালার পাটকেলঘাটায় ইমাম–মুয়াজ্জিন–উলামা সমাবেশ তালায় হাব’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত তালায় দরিদ্র নারীদের মাঝে স্বাস্থ্যসম্মত টয়লেট নির্মাণ সামগ্রী বিতরণ সাতক্ষীরা সদরের ১৪টি ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দের সাথে ধানের শীষ প্রার্থী আলহাজ্ব আব্দুর রউফের একাট্টা  সাতক্ষীরা-৩ আসনে বিএনপি নেতা ডা. শহিদুল আলমের দলীয় মনোনয়নের দা”বিতে বি”ক্ষোভ ও সমা”বেশ সাতক্ষীরার- ৩ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী কাজী আলাউদ্দিন নির্বাচনী প্রচারণায় ব্যস্ত  সাতক্ষীরা-২ আসনে দলীয় মনোনয়নের দাবিতে বিএনপি নেতা তাসকিন আহমেদ চিশতি সমর্থকদের বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ  কালিগঞ্জের জামেয়া তা’লীমুল কোরআন মাদ্রাসায় বার্ষিক মাহফিল ও সম্মেলন অনুষ্ঠিত

বীর সেনানিদের বীরত্বগাঁথা-৪, লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আবদুল আউয়াল

✍️শেখ আকিব হোসেন✅
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ৪৩৩ বার পড়া হয়েছে

ক্যাপ্টেন মোহাম্মদ আবদুল আউয়াল, বীর প্রতীক, ই বেংগল ১৫ জুন ১৯৮০ তারিখে বাংলাদেশ মিলিটারী একাডেমি হতে ২য় বিএমএ দীর্ঘ মেয়াদী কোর্সের সাথে কমিশন লাভ করেন। কমিশন লাভের পর তিনি পার্বত্য চট্টগ্রামের আলীকদমে মোতায়েনরত ৩৩ ই বেংগল ইউনিটে যোগদান করেন।

সে সময় শান্তিবাহিনীর দূষ্কৃতিকারীদের চাঁদাবাজী, হত্যাকান্ড ও অপরাধমূলক কর্মকান্ডে পার্বত্য চট্টগ্রামে জনজীবন ও আর্থ-সামাজিক পরিস্থিতি অত্যন্ত নিম্নগামী ছিল। তরুন ক্যাপ্টেন মোহাম্মদ আব্দুল আউয়াল এসময় দূষ্কৃতিকারীদের বিরুদ্ধে নিয়মিত টহল পরিচালনার পাশাপাশি অসংখ্য অপারেশনে অংশগ্রহণ করেন। এগুলোর মধ্যে ১৯৮২ সালের ডিসেম্বর মাসে আলীকদম থানাধীন টুইনঝিড়ি এলাকায় তার নেতৃত্বে পরিচালিত ‘অপারেশন স্পট হাইট ৮৬১’ অত্যন্ত গুরুত্বপূর্ণ অভিযান ছিল। অভিযানের দিন ১২০০ ঘটিকায় তিনি ১০ জনের একটি পেট্রোল নিয়ে আলীকদম হতে পূর্বদিকে রওনা করেন। দুর্গম পাহাড়ি রাস্তা পাড়ি দিয়ে অবশেষে বিকাল ১৭০০ ঘটিকায় ‘স্পট হাইট ৮৬১’ এর কাছে এসে পৌঁছান। সাথে যথেষ্ট পরিমান পানি অবশিষ্ট না থাকায় সামনে পাহাড়ের উপর একটি মাচাং ঘরের উঠানে গিয়ে তিনি ৫/৬ জন তরুন তরুনীকে তাস খেলতে দেখে তাদের কাছে পানির উৎস সম্পর্কে জানতে চান। তিনি তখনও বুজতে পারেননি যে তারা অস্ত্রধারী দুষ্কৃতিকারী। এসময় শান্তিবাহিনীর দুষ্কৃতিকারীরা পেট্রোলের সদস্যদের উপর গুলি শুরু করলে তিনি কৌশলগত অবস্থান নিয়ে শান্তিবাহিনীর দুষ্কৃতিকারীদের প্রতিহত করতে থাকেন। এতে ২ জন ঘায়েল হয় এবং অন্যান্য দুষ্কৃতিকারী গহীন জংগলে পালিয়ে যায়। শান্তিবাহিনীর গোপন আস্তানা লক্ষ্য করে পরিচালিত উক্ত অপারেশনে ক্যাপ্টেন মোহাম্মদ আবদুল আউয়াল অগ্রভাগে থেকে কৌশলগতভাবে অপরিসীম সাহসিকতার সাথে অধিনস্থ সেনাসদস্যগণকে পরিচালনা করেন। তার আনিত কার্যকরী ফায়ারের চাপে দুস্কৃতিকারীরা আস্তানা হতে পালিয়ে যেতে বাধ্য হয়। উক্ত অপারেশনে শান্তিবাহিনীর গোপন ক্যাম্পটি সম্পূর্ন ধ্বংসপ্রাপ্ত হয় এবং ৫টি ৩০৩ রাইফেলসহ প্রচুর পরিমানে এ্যামোনিশন, সরঞ্জামাদি, রশদ সামগ্রী এবং গুরুত্বপূর্ণ দলিল দস্তাবেজ উদ্ধার করা হয়। সফল এই অভিযানের কারণে শান্তিবাহিনী টুইনঝিড়ি ও পার্শ্ববর্তী এলাকায় তাদের প্রভাব বিস্তারে ব্যার্থ হয়।

পরবর্তীতে ০২ আগষ্ট ১৯৮৩ তারিখে তৎকালীন মহামান্য রাষ্ট্রপতি ক্যাপ্টেন (পরবর্তীতে লেফটেন্যান্ট কর্নেল) মোহাম্মদ আবদুল আউয়াল কে বীর প্রতীক খেতাবে ভূষিত করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!