সাতক্ষীরার তালা উপজেলা মহিলা বিষযক অধিদপ্তরের আয়োজনে মা ও শিশু সহায়তা কর্মসূচী বিষয়ক পরিবার পরিকল্পনা মাঠকর্মীদের দুই দিনের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন হয়েছে।
সোমবার (২ ডিসেম্বর’২৪) সকালে তালা শিল্পকলা একাডেমি হল রুমে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শেখ মো. রাসেল। এতে সভাপতিত্ব করেন তালা উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাজমুন নাহার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব সরদার ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. কামাল হোসেন। উক্ত প্রশিক্ষণে পরিবার পরিকল্পনা বিভাগের ৪৮ জন কর্মী অংশগ্রহণ করেন।