সাতক্ষীরার তালা উপজেলার জালালপুর ইউনিয়নের জাগরনী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে “সামাজিক বনায়ন” এবং “জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভূক্তিকরণ” বিষয়ে এওয়্যারনেস ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
দাতা সংস্থা EDUCO এবং Tearfund অর্থায়নে SCOPE প্রকল্পের আওতায় এবং উইমেন জব ক্রিয়েশন সেন্টারের বাস্তবায়নে বুধবার (২৮ নভেম্বর’২৪) বেলা আড়াইটায় উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উইমেন জব ক্রিয়েশন সেন্টারের নির্বাহী প্রধান আশরাফুন নাহার।
বক্তব্য রাখেন জাগরনী মাধ্যমিক বিদ্যায়ের প্রধান শিক্ষক মোঃ হাফিজুল ইসলাম, শহী মুক্তিযোদ্ধা কলেজের সহকারী অধ্যাপক মোঃ রেজাউল করিম এবং উইমেন জব ক্রিয়েশন সেন্টারের প্রোগ্রাম কো-অর্ডিনেটর কাজী বাবর আলী। অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্র/ছাত্রী, শিক্ষক এবং প্রকল্পের স্টাফগণ উপস্থিত ছিলেন। এ সময় ৩০৮ জন ছাত্র-ছাত্রীর মাঝে বিভিন্ন ফলজ বৃক্ষের চারা বিতরণ করা হয়।