দেশের স্বল্পসময়ে জনপ্রিয় পাঠক নন্দিত অনলাইন বাংলা নিউজ পোর্টাল “বাংলাদেশ মেইল ২৪ ডট নিউজ” bangladeshmail24. news – এর ১ম বর্ষপূর্তি ও প্রতিনিধি সম্মেলন শুক্রবার (২৯ নভেম্বর ২০২৪) ঢাকার রাজারবাগের আশরাফি আবাসিক হোটেলের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।
“তথ্যের স্রোতে, সত্যের পথে” এই স্লোগানকে সামনে রেখে দেশ-বিদেশের বাংলা ভাষাভাষী মানুষের জন্য প্রতিষ্ঠিত এ গণমাধ্যম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজন করেছে একটি বর্ণাঢ্য অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেইল ২৪ ডট নিউজের প্রধান উপদেষ্টা সম্পাদক ও প্রকাশক এ বি জিয়াউদ্দিন হোসেন।
বিশিষ্ট সাংবাদিক নুরুল আমিন হেলালীর পরিচালনায় পত্রিকার সম্পাদক এম এ রাশেদ তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ আমিনুর হোসেন জেষ্ঠ প্রতিবেদক, সাতক্ষীরা, জুয়েল মোঃ বিল্লাল, সিনিয়র রিপোর্টার, চট্টগ্রাম ও বেলায়েত শেখ ফটো সাংবাদিক দৈনিক করতোয়া।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ মেইলের সাব-এডিটর ও তরুণ কবি লিওন আজাদ।
বর্ষপূর্তির এই বর্ণাঢ্য আয়োজনে সারাদেশ থেকে বাছাইকৃত কর্মঠ, উদ্যোমী, স্মার্ট, প্রতিশ্রুতিশীল ও প্রশিক্ষিত ৪০ এর অধিক সংবাদকর্মীরা অংশগ্রহণ করেন।
বাংলাদেশ মেইল ২৪.নিউজ এর পক্ষে আজীবন সম্মাননা প্রদান করা হয় বাংলাদেশের চলচ্চিত্র জগতের চিরসুন্দর নায়িকা ও গুণী অভিনেত্রী রুমানা ইসলাম মুক্তিকে।
বাংলাদেশ মেইল কর্তৃপক্ষ চলছি বছরের বিভিন্ন ক্যাটাগরিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় করে ৩ জনকে বর্ষসেরা রিপোর্টারদের ক্রেস্ট ও সন্মানা স্বরক প্রদান করেন। বর্ষ সেরা রিপোর্টিংয়ের মধ্যে প্রথম হয়েছেন শেখ আমিনুর হোসেন জ্যেষ্ঠ প্রতিবেদক সাতক্ষীরা, দ্বিতীয় হয়েছেন মোঃ তানজিম হোসেন চট্টগ্রাম জেলা প্রতিনিধি ও তৃতীয় হয়েছেন কামরুল হাসান কাব্য প্রতিনিধি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর, এছাড়াও দৈনিক করতোয়া পত্রিকার ফটো সাংবাদিক বেলায়েত শেখ ৫৫ বছর বয়সে এসেও বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করায় তাকেও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, গণমাধ্যম হিসেবে স্বাধীনতা, পক্ষপাতহীনতা, সততা ও নির্ভুলতার মানদণ্ড বজায় রাখাই তাদের প্রধান লক্ষ্য। প্রতিষ্ঠানটি গঠনমূলক কনটেন্টের মাধ্যমে পাঠকদের আস্থা অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ।
পোর্টালের সম্পাদক এম এ রাশেদ তালুকদার বলেন, “সাংবাদিকরা রাষ্ট্র ও জনগণের কাছে দায়বদ্ধ। জনস্বার্থ ও রাষ্ট্রের উন্নয়নে সাংবাদিকতা একটি শক্তিশালী মাধ্যম। বাংলাদেশ মেইল সবসময়ই নির্ভুল তথ্য, অকাট্য দলিল ও জোরালো প্রমাণের ভিত্তিতে সংবাদ পরিবেশন করে আসছে।”
নবীন-প্রবীণ ও কর্মঠ সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধির জন্য প্রতিষ্ঠানটি মৌলিক সাংবাদিকতায় উন্নত প্রশিক্ষণ দেওয়া সহ অংশগ্রহণকারীদের সার্টিফিকেট প্রদান করেন।
আলোচনা পর্ব শেষে উপস্থিত সুধীজন ও অতিথিদের সাথে নিয়ে প্রধান অতিথি বাংলাদেশ মেইল এর ১ম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটায় অংশ নেন।