খুলনা রেঞ্জের ডিআইজি মোঃ রেজাউল হক পিপিএম বৃহস্পতিবার (২৮ নভেম্বর ‘২৪) সকালে সাতক্ষীরা জেলায় আগমন করেন।
রেঞ্জ ডিআইজি পুলিশ সুপারের কার্যালয়ে পৌঁছালে তাকে জেলা পুলিশের পক্ষ হতে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম এবং একই সাথে জেলা পুলিশের একটি সুসজ্জিত পুলিশ দল তাকে গার্ড অব অনার প্রদান করেন।
পরবর্তীতে সাতক্ষীরা পুলিশ লাইন্স ড্রিলসেডে জেলা পুলিশ, সাতক্ষীরার আয়োজনে সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম সভাপতিত্বে অনুষ্ঠিত “বিশেষ কল্যাণ সভা” অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ রেজাউল হক পিপিএম, ডিআইজি, খুলনা রেঞ্জ, বাংলাদেশ পুলিশ।
এ সময় উপস্থিত সদস্যগণদের মধ্য হতে অনেকে তাদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং ডিআইজি তাৎক্ষণিক সমাধান প্রদান করেন ও সমাপনী বক্তব্যে পুলিশের করণীয়-বর্জনীয় বিষয়সমূহ যথাযথভাবে প্রতিপালনের লক্ষ্যে বিভিন্ন মূল্যবান দিকনির্দেশনা তুলে ধরেন। পরবর্তীতে পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন মোঃ মোকবুল হোসেন, কমান্ড্যান্ট (পুলিশ সুপার), ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সাতক্ষীরা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সজীব খান (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ আমিনুর রহমান (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আসাদুজ্জামান বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (কালীগঞ্জ সার্কেল) মোঃ আমিনুর রহমান, সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) মোঃ হাসানুর রহমান সহ জেলা পুলিশের সকল পদমর্যাদার সদস্যবৃন্দ।