গোপালগঞ্জ সদর উপজেলার ব্যস্ততম বঙ্গবন্ধু সড়কের (বিসিক ব্রীজের পূর্ব পাশে) নব উদ্যোমে স্থাপিত “স্বপ্ন” সুপার শপের – এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর ‘২৪) বিকালে পবিত্র ফাতেহা ও দুরুদ পাঠ শেষে বিশেষ দোয়া ও মোনাজাতের পর ফিতা কেটে “স্বপ্ন” সুপার শপের শুভ উদ্বোধন করেন গোপালগঞ্জের হার্ডওয়ার এন্ড স্যানেটারী ব্যবসায়ী, খান ট্রেডার্স ও খান পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আকবর আলী খান।
মোনাজাত পরিচালনা করেন গোপালগঞ্জ বিসিক শিল্প নগরী জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা রেজাউল করিম।
এসময় এসিআই লজিস্টিক লিমিটেড এর আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ মহিউদ্দিন (মঈন), গোপালগঞ্জ হার্ডওয়ার ব্যবসায়ী সমিতির সভাপতি আনিসুর রহমান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, খান এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী সাইদুর রহমান জুয়েল, ব্রাদার্স ফার্নিচার গোপালগঞ্জ আউটলেটের স্বত্বাধিকারী কাজী বিলাস, বিসমিল্লাহ্ মটরসের স্বত্বাধিকারী মফিজুর রহমান খান, গোপালগঞ্জ বড় বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আবুল বশার মোল্লা সহ অন্যান্য ব্যবসায়ী প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
দৈনন্দিন কর্মব্যস্ততায় নিরাপদে মনোরম পরিবেশে একই জায়গায় স্বাচ্ছন্দে ন্যায্য মূল্যে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটায় ইতোমধ্যেই “স্বপ্ন” দেশব্যাপী ক্রেতা সাধারণের মাঝে ব্যাপক সুনাম অর্জন করেছে। দেশের আর্থসামাজিক বিবেচনায় সকল শ্রেণি- পেশার মানুষের কথা চিন্তা করে বিশেষ করে স্বল্প আয়ের মানুষের কথা মাথায় রেখে প্রতি শুক্রবার “স্বপ্ন” ই স্বল্প পরিমাণে ন্যায্য মূল্যে গরুর গোশত ও আলুর কম্বো প্যাক বিক্রির কার্যক্রম শুরু করেছে। এছাড়া “স্বপ্ন” সুপার শপের অন্যান্য আউটলেটের ন্যায় এই আউটলেটেও তেল-চর্বি ছাড়া দেশি ষাঁড়ের গোশত ন্যায্য মূল্যে বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন বলে গণমাধ্যমকে জানান “স্বপ্ন” কর্তৃপক্ষ।