বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০৪:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
তালায় কিডনি রো’গে আক্রা’ন্ত স্কুলছাত্রী মুন্নী বাঁচ’তে চায়! বাংলাদেশ ডেন্টাল অ্যাসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে বার্ষিক সাধারণ সভা ২০২৪ অনুষ্ঠিত  ৪২ লাখ টাকা সহ এক প্রতা’রক আদম ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ বীর সেনানিদের বীরত্বগাঁথা-৪, লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আবদুল আউয়াল বিজিবি’র অভিযানে সাতক্ষীরায় প্রায় ১১ লাখ টাকার ভারতীয় পন্যসহ হনুমান আটক ইসকন নিষি’দ্ধের দাবি’তে কোটালীপাড়ায় বিক্ষো’ভ সমাবেশ কালিগঞ্জে রোমানিয়া প্রবাসীর অফিসে হা’মলা চালিয়েছে দুবৃ’ত্তরা কালিগঞ্জের সন্যাসীররচকে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসায় অভিভাবক সমাবেশ দেবহাটার যুবলীগ নেতা মিন্নুর জেল হাজতে ভারতীয় আগ্রা’সনের বিরু’দ্ধে সাতক্ষীরায় বিক্ষোভ সমাবেশ

সাতক্ষীরায় এলএনজি ভিত্তিক বিদ্যুৎকেন্দ্র বাতিলের দাবিতে নাগরিক সমাবেশ

✍️হেলাল উদ্দিন✅
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ৬৩ বার পড়া হয়েছে

সাতক্ষীরায় বাটকেখালী রোডে বৃহস্পতিবার (২৮ নভেম্বর ‘২৪) এক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে, যেখানে বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহের বিশেষ আইন (২০১০) এর অধীনে অনুমোদিত, তবে বর্তমানে স্থগিত থাকা এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) ভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থায়ীভাবে বাতিলের দাবি জানানো হয়।

স্বদেশ, উপকূলীয় জীবনযাত্রা ও পরিবেশ কর্মজোট (ক্লিন) এবং বাংলাদেশ পরিবেশ ও উন্নয়ন কর্মজোট (বিডাব্লিউজিইডি) এর যৌথ আয়োজনে এই সমাবেশে বিভিন্ন পরিবেশবাদী সংগঠন, স্থানীয় বাসিন্দা এবং সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন।

সমাবেশে বক্তারা বলেন, বিশেষ আইনের অধীনে অনুমোদিত এই প্রকল্পগুলো জনস্বার্থবিরোধী এবং দেশের পরিবেশ ও অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য একটি দীর্ঘমেয়াদী হুমকি। এলএনজি আমদানি, টার্মিনালের রিগ্যাসিফিকেশন এবং বিদ্যুৎ উৎপাদনে যে বিপুল বৈদেশিক মুদ্রা খরচ হয়, তা দেশের অর্থনীতির ওপর অনাবশ্যক চাপ সৃষ্টি করছে। এছাড়াও অনুষ্ঠানে বক্তারা, ১.বিশেষ আইনের অধীনে অনুমোদিত সকল স্থগিত এলএনজি ভিত্তিক বিদ্যুৎ প্রকল্প স্থায়ীভাবে বাতিল করতে হবে।

২.নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের জন্য দ্রুত পদক্ষেপ নিতে হবে।

৩.প্রকল্প অনুমোদনের ক্ষেত্রে জনগণের মতামত এবং পরিবেশগত মূল্যায়ন নিশ্চিত করতে হবে।

৪.বিশেষ আইন বাতিল করে টেকসই ও স্বচ্ছ নীতির ভিত্তিতে প্রকল্প পরিচালনার উদ্যোগ নিতে হবে মর্মে দাবি ও প্রস্তাবনা তুলে ধরেন।

একজন স্থানীয় বাসিন্দা বলেন, “এলএনজি ভিত্তিক বিদ্যুৎকেন্দ্র চালু হলে স্থানীয় জীববৈচিত্র্যের ব্যাপক ক্ষতি হবে এবং কৃষিজমি হ্রাস পাবে।জীবাশ্ম জ্বালানি ব্যবহারের ফলে কার্বন নির্গমন হচ্ছে যা আমাদের মত উপকূলীয় এলাকার জন্য হুমকিওস্বরূপ। এছাড়াও, এর উচ্চ ব্যয়ের কারণে সাধারণ মানুষের ওপর বিদ্যুৎ বিল একটি বোঝা হয়ে দাঁড়িয়েছে।”

স্বদেশের প্রধান নির্বাহী মাধব চন্দ্র দত্ত বলেন, “এই প্রকল্পগুলো কোনো পরিবেশগত মূল্যায়ন ছাড়াই অনুমোদিত হয়েছে, যা আন্তর্জাতিক মানদণ্ডের পরিপন্থী। স্থগিত প্রকল্পগুলো স্থায়ীভাবে বাতিল না করলে পরিবেশগত বিপর্যয়ের আশঙ্কা আরও বেড়ে যাবে।” অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন, নাগরিক নেতা আঃ সামাদ, মফিজুল ইসলাম, উন্নয়ন কর্মী শ্যামল বিশ্বাস, যুব নেতৃত্ব, হৃদয় সরকার, বৈশাখী , তৌহিদ জামান আসিফ, জয় সরদার, দেবজ্যোতি ঘোষ প্রমুখ।

এই সমাবেশে বক্তারা এই বিশেষ আইনের অধীনে অনুমোদনকৃত বিদ্যুৎ কেন্দ্র গুলো স্থগিত রাখার জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানান।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১০ পূর্বাহ্ণ
  • ১১:৫৩ পূর্বাহ্ণ
  • ১৫:৩৫ অপরাহ্ণ
  • ১৭:১৪ অপরাহ্ণ
  • ১৮:৩৩ অপরাহ্ণ
  • ৬:২৭ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!