জেন্ডার, জলবায়ু ও তারুণ্যের জন্য পর্যাপ্ত বরাদ্দ প্রদান দাবীতে সাতক্ষীরার তালায় বাজেট বিষয়ক নাগরিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বেসরকারি সংস্থা ভূমিজ ফাউন্ডেশন’র আয়োজনে, সুশীল প্রকল্পের অধিন মঙ্গলবার (২৬ নভেম্বর’২৪) সকালে ভূমিজ ফাউন্ডেশন সেমিনার কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়। ইউরোপীয়ন ইউনিয়ন, অ্যাকশন এইড, গণতান্ত্রিক বাজেট আন্দোলন ও সেন্টার ফর পিস এন্ড জাস্টিস’র সহযোগীতায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, ভূমিজ ফাউন্ডেশন’র নির্বাহী পরিচালক অচিন্ত্য সাহা।
ভূমিজ ফাউন্ডেশন’র প্রকল্প কর্মকর্তা দে অঞ্জন কুমার’র সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আশুতোষ কুমার বিশ্বাস। সংশ্লিষ্ট খাতে বাজেটের গুরুত্ব বিষয়ক তথ্য উপস্থাপনা করেন, ডিবিএম’র সদস্য কিশোর চন্দ্র বালা।
সভায় অন্যান্যের মধ্যে স্বদেশ’র পরিচালক মাধব চন্দ্র, রুপালী পরিচালক শফিকুল ইসলাম, তালা সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, তালা শহীদ কামেল মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক গাজী জাহিদুর রহমান, মহিলা বিষয়ক অফিসের সহকারী কর্মকর্তা দেবকী রাণী, সাংবাদিক বি. এম. জুলফিকার রায়হান, সেলিম হায়দার, অন্ত্যজ নেতা ইমদাদুল ইসলাম, সোমা সরকার, ভূমিজ কর্মকর্তা তারেক সরকার ও স্বপ্না বিশ্বাস প্রমুখ বক্তব্য রাখেন। এরআগে একই বিষয়ে ছাত্র ও যুবদের সমন্বয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়। এসময় শিক্ষার্থী, যুব সংগঠনের নেতৃবৃন্দ, বিশিষ্ট নাগরীক, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি ও অন্ত্যজ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।