শান্তি ও সম্প্রীতি রক্ষায় খুলনার রুপসায় পিস ফেসিলিটেটর গ্রুপ গঠিত
✍️মোস্তাফিজুর রহমান উজ্জল📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
প্রকাশের সময় :
সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
১৮৬
বার পড়া হয়েছে
স্থানীয় পর্যায়ে রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সহিংসতা নিরসন ও শান্তি- সম্প্রীতি স্থাপনের লক্ষ্যে খুলনা জেলার রূপসা উপজেলায় পিস ফেসিলিটেটর গ্রুপ (পিএফজি) গঠিত হয়েছে।
সোমবার (২৫ নভেম্বর ‘২৪) বিকেলে রূপসা উপজেলা বিআরডিবি কার্যালয়ের সভাকক্ষে পিএফজি গঠন সভা অনুষ্ঠিত হয়।
পিএইচপির ফিল্ড কো-অরডিনেটর মো. আবু তাহের এর সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন সুশিল সমাজের প্রতিনিধি মো. নজরুল ইসলাম। সভায় স্বাগত বক্তব্য, সভার উদ্দেশ্য ও পিএফজি’র গঠণতন্ত্র উপস্থাপন করেন দি হাঙ্গার প্রজেক্ট এর এরিয়া কো-অরডিনেটর এস.এম রাজু জবেদ, হাঙ্গার প্রজেক্ট এর কার্যক্রম ও উদ্দেশ্য আলোচনা করেন খুলনা অঞ্চলের রিজিওনাল কো-অরডিনেটর মো. মাসুদুর রহমান।
দি হাঙ্গার প্রজেক্ট (টিএইচপি) বাংলাদেশ চ্যাপ্টারের ‘পিস বিল্ডিং কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে রুপসা উপজেলার সকল বৈধ/নিবন্ধিত রাজনৈতিক ও নাগরিক সংগঠনের প্রতিনিধিত্বশীল নেতৃবৃন্দকে নিয়ে টিএইচপি র অনুপ্রেরণায় একটি বহুদলীয় প্লাটফর্ম‘পিস ফেসিলিটেটর গ্রুপ’ (পিএফজি) গঠিত হয়েছে । যা গণতান্ত্রিক মূল্যবোধের ভিত্তিতে স্থানীয় পর্যায়ে শান্তি-সম্প্রীতি ও সহাবস্থান নিশ্চিতকরণে সক্রিয় ভূমিকা রাখবে।
পিএফজি গঠন সভায়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, বাংলাদেশ আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল, ইসলামী আন্দোলন বাংলাদেশ, শিক্ষক, সাংবাদিক, সাংস্কৃতিক সংগঠন, সুশিল সমাজের প্রতিনিধি উপস্থিত ছিলেন।