সাতক্ষীরার তালা উপজেলার গোনালী মালপাড়ায় নারীর প্রতি সহিংসতা দূরীকরণে সোমবার (২৫ নভেম্বর’২৪) সকালে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ভুমিজ ফাউন্ডশনের আয়োজনে এবং নেট টু রাইট ও সোয়ালোজ ইন ডেনমার্কের সহযোগিতায় মানববন্ধনে বক্তব্য রাখেন সিটিজেন কমিটির সদস্য টুম্পা বিশ্বাস, নারী নেত্রী চায়না সরকার, তপতি বিশ্বাস,সপ্না বিশ্বাস, তারেক সরকার, ভুমিজ ফাউন্ডশনের প্রজেক্ট ম্যানেজার মহাদেব দাস প্রমুখ। উক্ত মানববন্ধনে দু’শবাধিক লোক উপস্থিত ছিলেন।