সাতক্ষীরার তালায় সোনালী ব্যাংক পিএলসি’র এটিএম বুথ নির্মাণ কাজ শুরু হয়েছে।
রবিবার (২৪ নভেম্বর’২৪) সকালে তালা শাখার ব্যাংকের নিচতলায় উক্ত বুথ নির্মাণ কাজ শুরু হয়। এ সময় সোনালী ব্যাংক পিএলসি তালা শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার (ম্যানেজার) মৃণাল কান্তি দাশ, খুলনা জিএম অফিসের সাব এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল) মোহাম্মদ রুহুল হক, অত্র ভবনের মালিক কোহিনুর ইসলাম, সুফিয়া খাতুন, শহীদ কামেল মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক সাংবাদিক গাজী জাহিদুর রহমান, ইউএনও অফিসের মোঃ মনিরুজ্জামান, উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর শরীফ আব্দুল মতিন, কবিরাজ আবু জাফর মোড়লসহ সোনালী ব্যাংক পিএলসি তালা শাখার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।