বাংলাদেশ স্কাউটস সাতক্ষীরা জেলা শাখার ত্রৈ-বার্ষিক কাউস্নিল ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
পদাধিকার বলে জেলা প্রশাসক মোস্তাক আহমেদ সভাপতি নির্বাচিত হয়েছেন।
শনিবার (২৩ নভেম্বর ‘২৪) সকাল ১০ টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।
এর আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৫ জন সহ সভাপতি নির্বাচিত হয়েছেন। ৪১ জন কাউন্সিলর তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সম্পাদক পদে তালার কুমিরা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: জাহাঙ্গীর হোসেন ২৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবুল বাশার পল্টু ১৭ ভোট পান।
কমিশনার পদে ১৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোঃ আব্দুল মাজেদ নিকটতম প্রতিদ্বন্দী পেয়েছেন ১৩ ভোট। কোষাধক্ষ পদে কলারোয়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: রুহুল আমিন ২৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ স্বপন কুমার মিত্র পেযেছেন ১৪ ভোট।
বিনা প্রতিদ্বন্দিতায় যুগ্ম সম্পাদক নির্বাচিত হয়েছেন অনুপ কুমার ঘোষ।
নির্বাচন পরিচালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক বিষ্ণুপদ পাল।
এ সময় উপস্থিত ছিলেন স্কাউটস এর জাতীয় নির্বাহী কমিটির আঞ্চলিক প্রতিনিধি মো: আবু হান্নান এলটি, ও সহকারী পরিচালক বাংলাদেশ স্কাউট সাতক্ষীরা মো: জামাল উদ্দীন এলটি সহ আরও অনেকে।