বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের ৫৬তম জন্মদিন উপলক্ষে সাতক্ষীরার তালায় আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সোমবার (২৩ নভেম্বর ২০২০) বিকালে তালা সদর তালা থানা ছাত্রদল ও তালা সরকারি কলেজ ছাত্রদলের যৌথ আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, তালা থানা ছাত্রদলের আহবায়ক হাফিজুর রহমান হাফিজ, যুগ-আহবায়ক মনিরুল, আবুল হাসান, আজমল হোসেন জুয়েল, ইয়াছিন মোড়ল, গাজী সাইদুর রহমান, আবুল হোসেন, সদস্য সচিব এসকে ফারুক হোসেন, তালা সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক মোঃ রিপন ইসলাম, সদস্য সচিব রায়হান হোসেন, ছাত্রনেতা মফিজুল ইসলাম, শামীম হোসেন, সাদ্দাম হোসেন, আব্দুল হালিম, সিদ্দিক হোসেন প্রমুখ। এসময় তালা থানা ছাত্রদলের সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন । আলোচনা শেষ দোয়া মাহফিল ও কেক কাটা হয়। দোয়া মাহফিল তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।