বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর ও উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান মহোদয়ের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাপ্তাহিক (১৭ থেকে ২১ নভেম্বর ২০২৪) পদক্ষেপ ও উদ্যোগের হালনাগাদ তথ্য।
👉১. ১৮ নভেম্বর ২০২৪, বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক নথিপত্রের সর্বোচ্চ গোপনীয় রক্ষায় সকল কর্মকর্তা-কর্মচারীকে চাকুরি ও শৃঙ্খলাবিধি কঠোরভাবে মেনে চলার নির্দেশ দিয়েছে প্রশাসন।
👉২. ১৯ নভেম্বর ২০২৪, বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক স্বার্থ ও বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় প্রক্টরিয়াল বডি পুনর্গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
👉৩. ২০ নভেম্বর ২০২৪, শিক্ষকদের পারস্পরিক মেলবন্ধন গড়ে তোলার মাধ্যমে সহযোগিতাপূর্ণ কর্মপরিবেশ সৃষ্টি এবং বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কর্মকাণ্ডে গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষক পরিবারের আয়োজনে ‘সম্প্রীতির শিক্ষক পদযাত্রা’ অনুষ্ঠিত হয়েছে।
👉৪. ২১ নভেম্বর ২০২৪, সকল শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীকে অর্জিত সম্পদ বিবরণী নির্দিষ্ট ফরম পূরণ পূর্বক সিলগালা করে ৩০ নভেম্বরের মধ্যে রেজিস্ট্রার দপ্তরে জমা দেয়ার নির্দেশ প্রদান করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।