সাতক্ষীরার তালায় ৩ দিন ব্যাপি কৃষি মেলার সমাপ্তী হয়েছে। এ উপলক্ষ্যে উপলক্ষ্যে বৃহস্পতিবার (১৪ নভেম্বর’২৪) আলোচনা সভা ও পুরষ্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে তালা উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত মেলার সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী অফিসার শেখ মোঃ রাসেল। সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য রাখেন তালা উপজেলা কৃষি অফিসার হাজিরা খাতুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মাছুম বিল্লাহ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা নারায়ণ চন্দ্র সরকার, কৃষি সম্প্রসারণ অফিসার আফরোজ খাতুন রুমা প্রমুখ।