শনিবার, ১৯ জুলাই ২০২৫, ০৮:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিগঞ্জ প্রেসক্লাবে দলীয়পদ ফেরত পেতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সাতক্ষীরায় সকল শহীদদের স্মরণে জেলা বিএনপির কালো ব্যাজ ধারণ ও মৌন মিছিল দেবহটার শহীদ আসিফ হাসানের প্রথম শাহাদাতবার্ষিকী পালিত, ছাত্রদলের কবর জিয়ারত ও দোয়া-মোনাজাত পরীক্ষিত সৈনিকদের নিয়ে কমিটি গঠন করতে হবে-সাবেক এমপি হাবিব জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরায় প্রতীকী ম্যারাথন দৌড় তালার রহিমাবাদ গ্রামকে আদর্শ গ্রাম হিসেবে গড়ে তোলার লক্ষ্যে জেলা প্রশাসকের মতবিনিময় সভা গোপালগঞ্জে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারফিউ বলবৎ সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ অসুস্থ সাংবাদিক আনিসুর রহমানকে দেখতে বাসায়  সাতক্ষীরার জেলা জলবদ্ধতা নিরসন কমিটির সভায় দ্রুত পানি নিষ্কাশনের উদ্যোগ গ্রহণ  সরকারের নির্লিপ্ততায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে সাতক্ষীরা জেলা যুবদলের বিক্ষোভ 

৫০০ শয্যা বিশিষ্ট আর্মি মেডিকেল কলেজ হাসপাতাল, যশোর এর ভিত্তিপ্রস্তর স্থাপন

✍️শেখ আকিব হোসেন✅
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ১১৩ বার পড়া হয়েছে

সেনাবাহিনী প্রধান কর্তৃক কোর অব সিগন্যালস্ এর বাৎসরিক অধিনায়ক সম্মেলন- ২০২৪ এ অংশগ্রহণ এবং ৫০০ শয্যা বিশিষ্ট আর্মি মেডিকেল কলেজ হাসপাতাল, যশোর এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

বুধবার (১৩ নভেম্বর ২০২৪) সিগন্যালস্ ট্রেনিং সেন্টার এন্ড স্কুল (এসটিসিএন্ডএস), যশোর সেনানিবাসে কোর অব সিগন্যালস এর বাৎসরিক অধিনায়ক সম্মেলন ২০২৪ এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ- জামান, ওএসপি, এসজিপি, পিএসসি। সেনাবাহিনী প্রধান সিগন্যালস্ ট্রেনিং সেন্টার এন্ড স্কুল এ পৌঁছালে তাকে জিওসি, আমি ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ড; কোর অব সিগন্যালস্ এর জ্যেষ্ঠ অফিসার; এ্যাডজুটেন্ট জেনারেল; কমান্ড্যান্ট, এমআইএসটি; জিওসি, ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, যশোর এরিয়া এবং কমান্ড্যান্ট, সিগন্যালস্ ট্রেনিং সেন্টার এন্ড স্কুল অভ্যর্থনা জানান।

বাৎসরিক অধিনায়ক সম্মেলনে সেনাবাহিনী প্রধান উপস্থিত কোর অব সিগন্যালসের অধিনায়ক ও অন্যান্য কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে কোর অব সিগন্যালস্ এর গৌরবোজ্জ্বল ঐতিহ্য এবং দেশমাতৃকার সেবায় অবদানের কথা উল্লেখ করেন। সেই সাথে আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা অর্জন করে একবিংশ শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকার জন্য কোর অব সিগন্যালসের সকল সদস্যদের প্রতি আহবান জানান। এছাড়া, কোর অব সিগন্যালসের কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে সেনাবাহিনী প্রধান এ কোরের প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণা, পেশাগত দক্ষতা বৃদ্ধি ও ভবিষ্যৎ পরিকল্পনাসহ বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন। উক্ত অনুষ্ঠানে সেনাসদরের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণ, বাংলাদেশ সেনাবাহিনীর সকল সিগন্যালস্ ব্রিগেডের কমান্ডারগণ, সিগন্যালস্ ইউনিটসমূহের অধিনায়কগণ এবং গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এছাড়া, সেনাবাহিনী প্রধান যশোর সেনানিবাসে ৫০০ শয্যা বিশিষ্ট আর্মি মেডিকেল কলেজ হাসপাতাল, যশোর এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এই হাসপাতাল নির্মাণ সুদক্ষ চিকিৎসক তৈরীর পাশাপাশি সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য এবং তাদের পরিবারবর্গের উন্নত চিকিৎসা নিশ্চিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। ভিত্তিপ্রস্তর স্থাপনকালে জিওসি, আর্টডক; জিওসি, ৫৫ পদাতিক ডিভিশন; সেনাসদরের উর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণ; আর্মি মেডিকেল কলেজ, যশোর অধ্যক্ষ, চীফ এক্সিকিউটিভ অফিসার, ফ্যাকাল্টিগণ, ছাত্র-ছাত্রী ও বিভিন্ন পদবীর সেনাসদস্যগণ উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫৭ পূর্বাহ্ণ
  • ১২:০৮ অপরাহ্ণ
  • ১৬:৪৩ অপরাহ্ণ
  • ১৮:৫৩ অপরাহ্ণ
  • ২০:১৭ অপরাহ্ণ
  • ৫:১৯ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!