ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষে এক আলোচনা সভা এবং দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০৭ নভেম্বর’২৪) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা শাখার আয়োজনে উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা লিয়াকাত আলীর সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আমীর মাওঃ আব্দুল ওহাব সিদ্দিকী।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারী সহঃ অধ্যাপক আব্দুর রউফ, সহঃ সেক্রেটারী মহিলা কলেজের সহকারী অধ্যাপক মোশাররফ হুসাইন চৌধুরী, আবু ইসলাম ও মাওলানা আনোয়ারুল ইসলাম, কর্ম পরিষদ সদস্য মাস্টার সালাহউদ্দিন আহমেদ, ওলামা বিভাগের সভাপতি মাওঃ আব্দুল মোমেন প্রমুখ।
অনুষ্ঠানে জামায়াতে ইসলামী, জামায়াতের যুব বিভাগ ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।