সাতক্ষীরার বৈষম্যবিরোধী মেডিকেল টেকনোলজি ও ফার্মেসি ছাত্র সংগ্রাম পরিষদের ৬দফা দাবিতে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০৭ অক্টোবর ‘২৪) দিন ব্যাপী কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সহ বিভিন্ন বেসরকারি হাসপাতালে লিফলেট বিতরণ করেছে বৈষম্য বিরোধী মেডিকেল টেকনোলজি ও ফার্মেসি ছাত্র সংগ্রাম পরিষদ সাতক্ষীরা আই এইচ টি শাখা।
এ সময় উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী মেডিকেল টেকনোলজি ও ফার্মেসি ছাত্র সংগ্রাম পরিষদের আই এইচ টি জেলা আহ্বায়ক তানভীর ফুয়াদ, যুগ্ম সদস্য সচিব মোছানুর রহমান, যুগ্ম সদস্য সচিব জুলি আক্তার, আনিসুর রহমান, জুঁই , আনিকা, নূর জাহান।
এসময় মেডিকেল টেকনোলজি ও ফার্মেসি ছাত্র সংগ্রাম পরিষদের নের্তৃবৃন্দরা ৬ দফা দাবি সম্পর্কে মেডিকেল টেকনোলজিদের অবহিত করে তাদের পাশে থাকার আহ্বান জানান।