সাতক্ষীরার তালার উত্তরণ প্রশিক্ষণ কেন্দ্রে তালা, ডুমুরিয়া ও কেশবপুর উপজেলার একাধিক গ্রামের জলাবদ্ধতা নিরসনে করণীয় বিষয়ে এক মতবিনিময় সভা বৃহস্পতিবার (০৭ অক্টোবর ‘২৪) অনুষ্ঠিত হয়েছে।
উত্তরণ এবং পানি কমিটির আয়োজনে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন উত্তরণ পরিচালক শহিদুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী অফিসার শেখ মো. রাসেল।
সভায় জলাবদ্ধতার ভয়াবহতা তুরে ধরে মাল্টিমিডিয়ার মাধ্যমে প্রেজেন্টেশন উপস্থাপন করেন নদী ও পানি বিশেষজ্ঞ হাশেম আলী ফকির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা মোঃ আশিকুর রহমান, ইউসুফ মিয়া, মোঃ জাহিরুল ইসলাম, তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ সেখ সফিকুল ইসলাম, ডুমুরিয়া উপজেলা বিএনপির সদস্য সচীব আব্দুল মালেক, তালার ইসলামকাটী ইউপি চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক, কেশবপুরের বিদ্যানন্দকাটী ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন, ডুমুরিয়ার আটলিয়া ইউপি চেয়ারম্যান শেখ হেলাল উদ্দীন, মাগুরাঘোনা ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম হেলাল, খেশরার সাবেক চেয়ারম্যান এসএম লিয়াকত হোসেন, বিএনপির যুগ্ন-সম্পাদক মোর্শারফ হোসেন, জামায়াত নেতা ডা. জাকির হোসেন, মোস্তাফিজুর রহমান রেন্টু, আব্দুল হালিম, ভূমিজ ফাউন্ডেশন পরিচালক অচিন্ত্য সাহা, উন্নয়ন প্রচেষ্টা কর্মকর্তা শাহনেওয়াজ শাওন, সাংবাদিক ইব্রাহীম রেজা, এসআর সাঈদ, গাজী জাহিদুর রহমান, বিএম জুরীফকার রায়হান, পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান, পানি কমিটি নেতা গাজী শহিদুল্লাহ, উত্তরণের শেখ সেলিম আকতার স্বপন, দিলীপ সানা, মোঃ আলামিন, গোলাম হোসেন প্রমুখ।
সভায় তালা উপজেলার তেঁতুলিয়া, তালা সদর, ইসলামকাটী, ডুমুরিয়ার মাগুরাঘোনা, আটলিয়া, কেশবপুরের বিদ্যানন্দকাটী, সাগরদাড়িসহ আশপাশের এলাকার জলাবদ্ধতার পানি দ্রুত নিস্কাশনে জরুরী ভিত্তিকে করনীয় বিষয়ে আলোচনা এবং একাধিক সিদ্ধান্ত গৃহীত হয়।