ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে গোপালগঞ্জের সরকারি বঙ্গবন্ধু কলেজ ছাত্রদল শাখা বৃহস্পতিবার (৭ নভেম্বর’২৪) লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে।
বেলা ১১ টার দিকে কলেজ ক্যাম্পাসে লিফলেট বিতরণ করেন গোপালগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মিকাইল হোসেন, সাধারন সম্পাদক সাইফুল ইসলাম, সরকারি বঙ্গবন্ধু কলেজ ছাত্রদলের সভাপতি আল ইমাম সোহাগ, সাধারন সম্পাদক মোহাম্মদ ইমরান ইভান আলী, সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক সাব্বির হোসেন সাগর প্রমুখ। এছাড়াও গোপালগঞ্জ জেলা যুবদল শোভাযাত্রা বের করে স্থানীয় পৌর পার্ক হতে।
জেলা যুবদল সভাপতি রিয়াজুদ্দিন লিপটন ও সাধারন সম্পাদক রাসেকুজ্জামান পলাশের নেতৃত্বে শোভাযাত্রাটি শহরের কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে চৌরঙ্গীতে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে যুবদল নেতারা বক্তব্য রাখেন।