সাতক্ষীরার স্মার্ট বিদ্যালয় ডি.বি. ইউনাইটেড হাইস্কুলের পক্ষ থেকে ক্যান্সার আক্রান্ত চা বিক্রেতা এসকান আলীর চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (০৭ নভেম্বর’২৪) সকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অফিস কক্ষে ক্যান্সার আক্রান্ত এসকান আলীর মা হাসিনা বেগমের হাতে নগদ অর্থ তুলে দেন স্মার্ট বিদ্যালয় ডিবি ইউনাইটেড হাই স্কুলের প্রধান শিক্ষক ও স্বেচ্ছাসেবী সংগঠন মা ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মমিনুর রহমান মুকুল। এ সময় তিনি বলেন, অসহায় মানুষের সেবা করা একটি মহৎ গুণ। সমাজের বিত্তবানরা যদি অসহায় মানুষের পাশে দাঁড়ায়, তাহলে কোন অসহায় মানুষ আর নিজেদেরকে অসহায় ভাববে না। আত্মমানবতার সেবায় একজন ক্যান্সার আক্রান্ত চা বিক্রেতাকে চিকিৎসা সহায়তা প্রদান করতে পেরে আমি এবং আমার বিদ্যালয় খুবই খুশি। আমরা দোয়া করি মহান আল্লাহ তাকে পুরোপুরি সুস্থতা দান করুক।
এ সময় উপস্থিত ছিলেন স্মার্ট বিদ্যালয় ডি.বি ইউনাইটেড হাইস্কুলের সরকারি প্রধান শিক্ষক কঙ্কন কুমার দাস ও সহকারী শিক্ষক ডালিয়া আক্তার প্রমূখ।