ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলা বিএনপি’র সদস্য সচিব ও লাবসা ইউনিয়ন থেকে ৭ বারের নির্বাচিত চেয়ারম্যান এবং আগামী দিনের সাতক্ষীরা সদর-২ আসনে ধানের শীষের কান্ডারী আব্দুল আলিম চেয়ারম্যানের নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা।
বৃহস্পতিবার (০৭ অক্টোবর ‘২৪) বেলা ১১ টার সময় চেয়ারম্যান আব্দুল আলীর এর উদ্যোগে জাতীয় বিপ্লবী সংহতি দিবস পালন উপলক্ষ্যে বিশাল র্যালি সাতক্ষীরা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শহরের পলাশ পোল নামক স্থানে সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে শেষ হয়।
সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলা বিএনপির আহবায়ক এড নুরুল ইসলাম, সদস্য সচিব নুরে আলম সিদ্দিকী, জেলা বিএনপির সদস্য ও শিবপুর ইউনিয়ন এর সাবেক চেয়ারম্যান আব্দুল মজিদ। সদর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক চেয়ারম্যান লুৎফর রহমান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লাবসা ইউনিয়ন বিএনপির আহবায়ক শফিকুল ইসলাম, সদস্য সচিব আবুল হাসান, ঘোনা ইউনিয়ন বিএনপির আহবায়ক যথা কামরুজ্জামান বুলু, বল্লি ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল গনি, বৈকারীর কমরুল ইসলাম, সেচ্ছাসেবক দল নেতা ইসমাইল হোসেন নিরব, ছাত্রদল নেতা আল আমিনসহ সদর উপজেলার ১৪ টি ইউনিয়ন বিএনপির সভাপতি / সাধারণ সম্পাদকসহ বিএনপির অঙ্গ সংগঠন এর বিভিন্ন পর্যায় এর নেতা কর্মিরা। জেলা বিএনপির সদস্য সচিব ও ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম বলেন এই বিপ্লবের মাধ্যমে দেশের গনতন্ত্র ফিরে আসে এবং শহীদ জিয়ার নেতৃত্বে দেশ স্বাধীনতা ভোগ করে তারই উত্তর শরিহিসাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিন তিন বার রাষ্ট্র পরিচালনা করেন দেশের মানুষের উন্নয়ন এর জন্য। আমরা সবাই শহীদ জিয়ার সৈনিক হিসাবে দেশকে এগুয়ে নিয়ে যাব তারুণ্যের অহংকার তারেক রহমান বেগম জিয়ার নির্দেশে।