ক্যাডেট সাব-ইন্সপেক্টর নিয়োগ ২০২৫ সংক্রান্তে খুলনা রেঞ্জাধীন ০২টি (পুলিশ ট্রেনিং সেন্টার, খুলনা এবং জেলা পুলিশ লাইন্স, খুলনা) ভেন্যুতে শুক্র, শনি ও রবিবার (০১, ০২ ও ০৩ নভেম্বর ২০২৪) শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণসহ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা (PET) অনুষ্ঠিত হয়েছে।
উক্ত নিয়োগ পরীক্ষায় সভাপতিত্ব করেন খুলনা রেঞ্জের ডিআইজি মো: রেজাউল হক, পিপিএম। ডিআইজি নিয়োগ পরীক্ষার ভেন্যুতে প্রতিদিন স্ব-শরীরে উপস্থিত থেকে নিয়োগ কার্যক্রম সার্বক্ষণিক পর্যবেক্ষণ করেন। এছাড়াও নিয়োগ কার্যক্রমে শতভাগ স্বচ্ছতা নিশ্চিতকরণের নিমিত্ত ডিআইজি আগত পরীক্ষার্থীদের সাথে মতবিনিয় করেন এবং দায়িত্বে থাকা অফিসার-ফোর্সদের সার্বক্ষণিক নির্দেশনা প্রদান করেন। বর্ণিত নিয়োগে ০৩ দিনব্যপী শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষায় শতভাগ স্বচ্ছতা নিশ্চিতকরত: খুলনা রেঞ্জ হতে আবেদন যাচাইয়ের পর যোগ্য হিসেবে ৪৭৪৮ জন পরীক্ষার্থী অংগ্রহন করেন এবং সর্বশেষ ১৫২৯ জন পরীক্ষার্থী কৃতকার্য হয়ে লিখিত পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেন।
বর্ণিত নিয়োগ কার্যক্রমে কম্যান্ড্যান্ট (অ্যাডিশনাল ডিআইজি), আরআরএফ, খুলনা ও অ্যাডিশনাল কমিশনার (এএন্ডএফ), কেএমপি, খুলনা ০২ টি ভেন্যুর ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেন।
এছাড়াও সাব-কমিটিসমূহের আহ্বায়কের দায়িত্ব পালন করেন ডিসি (ডিবি) (অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), কেএমপি খুলনা, পুলিশ সুপার (প্রশাসন) (অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), পিটিসি, খুলনা সহ রেঞ্জ ডিআইজি’র কার্যালয় খুলনা’র পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজনমেন্ট), পুলিশ সুপার (অপারেশন্স) ও পুলিশ সুপার (আইএন্ডডি)। নিয়োগ কার্যক্রমে ডিআইজি সকল সহায়তায় ছিলেন খুলনা রেঞ্জ কার্যালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।