সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী তাঁতি দলের নবগঠিত কমিটির সভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩ নভেম্বর’২৪) বিকাল সাড়ে ৪টায় কালিগঞ্জের ফুলতলা মোড় থেকে র্যালি শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কার্যালয়ের সামনে সমাবেশ করে।
কালিগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী তাঁতীদলের আহ্বায়ক শরীফ মোঃ আব্দুর রাজ্জাক এর সভাপতিত্বে ও সদস্য সচিব মোহাম্মদ ফারুক হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক শেখ এবাদুল ইসলাম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব ডাক্তার শেখ শফিকুল ইসলাম বাবু।
এসময়ে বক্তব্য রাখেন উপজেলা কৃষক দলের আহ্বায়ক রোকনুজ্জামান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কাজী আবু সাঈদ সোহেল, উপজেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সেলিম, সাধারণ সম্পাদক মোঃ শুকর আলী, উপজেলা তরুণ দলের সভাপতি মোঃ সুলতান মাহমুদ, সাধারণ সম্পাদক আলতাপ হোসেন সহ উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।