বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০৩:৫০ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ ডেন্টাল অ্যাসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে বার্ষিক সাধারণ সভা ২০২৪ অনুষ্ঠিত  ৪২ লাখ টাকা সহ এক প্রতা’রক আদম ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ বীর সেনানিদের বীরত্বগাঁথা-৪, লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আবদুল আউয়াল বিজিবি’র অভিযানে সাতক্ষীরায় প্রায় ১১ লাখ টাকার ভারতীয় পন্যসহ হনুমান আটক ইসকন নিষি’দ্ধের দাবি’তে কোটালীপাড়ায় বিক্ষো’ভ সমাবেশ কালিগঞ্জে রোমানিয়া প্রবাসীর অফিসে হা’মলা চালিয়েছে দুবৃ’ত্তরা কালিগঞ্জের সন্যাসীররচকে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসায় অভিভাবক সমাবেশ দেবহাটার যুবলীগ নেতা মিন্নুর জেল হাজতে ভারতীয় আগ্রা’সনের বিরু’দ্ধে সাতক্ষীরায় বিক্ষোভ সমাবেশ কালীগঞ্জে এসিল্যান্ডকে অব’রুদ্ধ ও কর্মচারীদের উপর হাম’লার ঘটনায় ক্ষমা চেয়ে ৩ ভাইয়ের এ যাত্রায় রক্ষা

সাতক্ষীরায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সমাবেশ ও মিছিল

✍️দেশ টাইমস নিউজ ডেস্ক✅
  • প্রকাশের সময় : শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ৫৭ বার পড়া হয়েছে

সংখ্যালঘুদের ৮ দফা দাবি বাস্তবায়ন, জাতিসংঘের তত্ত্বাবধানে সাম্প্রদায়িক সহিংসতা তদন্ত, ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট রানা দাশগুপ্তসহ বিভিন্ন জেলায় নেতৃবৃন্দের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সকল অঙ্গসংগঠন ও সংখ্যালঘু ঐক্যমোর্চাভুক্ত সংগঠনসমূহের সমন্বয়ে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সারাদেশে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার (০২ নভেম্বর’২৪) বিকাল ৪ টায় জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বিশ্বজিৎ সাধুর সভাপতিত্বে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।

সমাবেশে সাতক্ষীরার সুনামধন্য সংগীত শিল্পী চৈতালী মুখার্জি ও সমাজসেবীকা সম্পা গোস্বামীর সমন্বয়ে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে জাতীয় সংগীত পরিবেশনা করা হয়।

সমাবেশ ও মিছিলে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রেসিডিয়াম সদস্য ও জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিশ্বনাথ ঘোষ , জেলা মন্দির সমিতির সভাপতি এড. সোমনাথ ব্যানার্জি, সদর উপজেলা ঐক্য পরিষদের সভাপতি নিত্যানন্দ আমিন, ঐক্য পরিষদের যুগ্ম সম্পাদক অসীম দাশ সোনা, সাংগঠনিক সম্পাদক মিলন রায়, কলারোয়া উপজেলা ঐক্য পরিষদের সভাপতি সিদ্ধেরশ্বর চক্রবর্তী, আশাশুনি পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রনজিত বৌদ্দ, ঐক্য পরিষদের আহবায়ক গোপাল মন্ডল, জেলা যুব ঐক্য পরিষদের আহবায়ক অমিত ঘোষ, ছাত্র ঐক্য পরিষদের সভাপতি সুজন বিশ্বাস প্রমুখ।

এসময় সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল বলেন, দাবি নিয়ে সংখ্যালঘুরা বারবার রাস্তায় নামলেও তার বাস্তবায়ন হয়নি। তাই এবার প্রতিশ্রুতি নয় বাস্তবায়ন দেখতে চায় সংখ্যালঘু সম্প্রদায়। সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় গঠন ও দুর্গাপূজায় ৫ দিন ছুটিসহ ৮ দফা দাবি পরিপূর্ণভাবে বাস্তবায়ন করতে হবে। অন্যথায় আরও বৃহত্তর কর্মসূচি দেয়া হবে। বিভিন্ন সময় সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার নিশ্চিত করতে হবে।

জেলা মন্দির সমিতির সভাপতি এড. সোমনাথ ব্যানার্জি বলেন, সরকার আসে সরকার যায় আমাদের সংখ্যালঘুদের অধিকার আদায় হয়না। আমরা যে আট দফা দাবি নিয়ে নেমেছি অতি বিলম্বে আমাদের দাবি পূরণ না হলে ঐক্য পরিষদ কঠোর কর্মসূচি গ্রহন করবে। আমাদের যে সকল নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে হয়রানি করা হচ্ছে দ্রুত এসব মামলা প্রত্যাহার করতে হবে।

সমাবেশে ঐক্য পরিষদের প্রেসিডিয়াম সদস্য বিশ্বনাথ ঘোষ বলেন, আমরা যখন মাঠে নেমেছি যতক্ষণ পর্যন্ত আমাদের অধিকার আদায় না হবে আমরা রাজপথ ছাড়বোনা। ৫ আগস্টের পর থেকে ধারাবাহিকভাবে এখনো হিন্দুদের উপর নির্যাতন, নিপীড়ন, চাঁদাবাজি চলছে। আমরা অন্তবর্তী কালীন সরকারের কাছে দাবি জানাবো অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার জন্য।

এসময় সমাবেশ ও মিছিল পরিচালনা করেন জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১০ পূর্বাহ্ণ
  • ১১:৫৩ পূর্বাহ্ণ
  • ১৫:৩৫ অপরাহ্ণ
  • ১৭:১৪ অপরাহ্ণ
  • ১৮:৩৩ অপরাহ্ণ
  • ৬:২৭ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!