বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরার দেবহাটা কুলিয়া ইউনিয়ন ও সখিপুর ইউনিয়ন যুব বিভাগের আয়োজনে আন্ত:ওয়ার্ড ৮দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১ নভেম্বর) সকাল ৭টায় সখিপুর ইউনিয়নের সরকারি খানবাহাদুর আহছানউল্লা কলেজ মাঠ ও কুলিয়া ইউনিয়নের উত্তর কুলিয়া প্রাথমিক বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
কুলিয়া ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মোজাহিদুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুব বিভাগের সেক্রেটারী ইয়াছির আরাফাত লিপু, উপজেলা টিম সদস্য হাফেজ নাসির উদ্দীন, ইউনিয়ন বায়তুলমাল সেক্রেটারী হাফেজ মাওলানা সাদিকুল ইসলাম, সেন্ট্রাল হাইস্কুল সুবর্ণাবাদ’র প্রধান শিক্ষক মনিরুজ্জামান, ইউনিয়ন টিম সদস্য মাওলানা ইয়াকুব, মাওলানা আমিনুর রহমান, বহেরা এটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক সেলিমুজ্জামান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের নির্বাহী সদস্য মাসুম খান চৌধুরী সহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সকল নেতৃত্ববৃন্দ। উক্ত খেলায় ৭নং ওয়ার্ড ও ৫নং ওয়ার্ড ফাইনাল খেলায় অংশ নেয়। ফাইনাল খেলায় ৭নং ওয়ার্ড ২-০ গোলে ৫নং ওয়ার্ডকে পরাজিত করে চাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করেন।
এছাড়া সখিপুর ইউনিয়ন যুব বিভাগের সভাপতি আমিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারী ও উপজেলা যুব বিভাগের সভাপতি এইচএম ইমদাদুল হক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুব বিভাগের সেক্রেটারী ইয়াছির আরাফাত লিপু, ইউনিয়ন আমীর ইয়াকুব আলী সরদার, সেক্রেটারী আফসার আলী সরদার, ইউনিয়ন যুব বিভাগের সেক্রেটারী রবিউল ইসলাম সহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সকল নেতৃত্ববৃন্দ। উক্ত ফাইনাল খেলায় ৬নং ওয়ার্ড ও ৭নং ওয়ার্ড অংশ নেয়। ফাইনালে ৭নং ওয়ার্ড ২-১ গোলে ৬নং ওয়ার্ডকে পরাজিত করে চাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করেন।