রবিবার, ০৩ নভেম্বর ২০২৪, ০৬:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সমাবেশ ও মিছিল সাতক্ষীরার ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন কমিটি গঠন: সভাপতি মোস্তাক, সেক্রেটারী জিয়াউল পুলিশের অভিযানে কালিগঞ্জে গাঁজা ও নগদ টাকাসহ নারী মাদক ব্যবসায়ী আটক দেবহাটার পাঁচপোতায় জামায়াত অফিস উদ্বোধন দেবহাটায় বেহালরাস্তা সংস্কার করলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী দেবহাটায় জাতীয় সমবায় দিবসে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ তালায় জাতীয় সমবায় দিবস পালিত কলারোয়ায় জাতীয় সমবায় দিবসে ৫জনকে ক্রেস্ট প্রদান সাংবাদিক সেলিম রেজা মুকুলের মৃত্যুতে সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের শোক সাংবাদিক সেলিম রেজা মুকুলের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক জ্ঞাপন

বিক্রয় আয়োজিত ‘প্রাইম ব্যাংক প্রপার্টি ফেয়ার ২০২৪ পাওয়ার্ড বাই প্রপার্টি গাইড’ শুরু

✍️শেখ আকিব হোসেন✅
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ৩৮ বার পড়া হয়েছে

বাংলাদেশের বৃহত্তম অনলাইন মার্কেটপ্লেস বিক্রয় গত ২৯ অক্টোবর, রোজ মঙ্গলবার, শেরাটন ঢাকা হোটেলে এক বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে তৃতীয়বারের মতো ‘প্রাইম ব্যাংক প্রপার্টি ফেয়ার ২০২৪, পাওয়ার্ড বাই প্রপার্টিগাইড’ চালু করেছে। বিক্রয়-এর প্রধান নির্বাহী কর্মকর্তা ইশিতা শারমিন, সল্টসাইড (বিক্রয়-এর প্যারেন্ট কোম্পানি) এর চিফ অপারেটিং অফিসার (সিওও) শাইফ মোহাম্মদ, বিক্রয়-এর হেড অব কর্পোরেট সেলস সঞ্জয় বিশ্বাস, বিক্রয়-এর হেড অব মার্কেটিং মো. আরিফিন হোসাইন, প্রাইম ব্যাংকের হেড অব লায়াবিলিটি মামুর আহমেদ এবং বিক্রয়, প্রাইম ব্যাংক ও অন্যান্য পৃষ্ঠপোষক কোম্পানির উচ্চপদস্থ কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

৭ দিনের এই অনলাইন মেলায় বাংলাদেশের ৭টি শীর্ষস্থানীয় রিয়েল এস্টেট ডেভেলপার কোম্পানি অংশগ্রহণ করবে। ক্রেতারা মেলায় ১৮,০০০-এরও বেশি ফ্ল্যাট, জমি, এবং বাণিজ্যিক প্রপার্টি বা সম্পত্তিসহ ৫০টিরও বেশি বিশেষ প্রকল্প সম্পর্কে জানতে পারবেন। প্রপার্টি কেনার সুবিধার্থে গ্রাহকদের আকর্ষণীয় হোম লোন প্যাকেজও দিচ্ছে প্রাইম ব্যাংক।

মেলার একটি নির্দিষ্ট অনলাইন পেজে সকল প্রপার্টি তালিকাভুক্ত রয়েছে। এখানে ক্রেতারা ডেভেলপারদের সাথে সরাসরি যোগাযোগ করে তাদের পছন্দের প্রপার্টি বুক করতে পারবেন। অনলাইন মেলা চলাকালীন গ্রাহকরা প্রাইম ব্যাংকের হোম লোনের বিশেষ অফারও গ্রহণ করতে পারবেন। মেলা সম্পর্কে বিস্তারিত তথ্য পেতে   fair.propertyguide.com.bd অথবা bikroy.com/propertyfair এ ভিজিট করতে পারেন। 

নাভানা রিয়েল এস্টেট লিমিটেড, কৃষিবিদ রিয়েল এস্টেট লিমিটেড, ভাইয়া হোটেলস অ্যান্ড রিসোর্টস লিমিটেড, অঙ্গন ডেভেলপমেন্টস লিমিটেড, ভ্যাটিক লিমিটেড, অ্যাডভান্স ডেভেলপমেন্ট টেকনোলজিস লিমিটেড ও ফাহিম ট্রেড ইন্টারন্যাশনাল-এর মতো দেশের স্বনামধন্য রিয়েল এস্টেট কোম্পানিগুলো তাদের প্রপার্টির নানা অফার নিয়ে এই অনলাইন মেলায় অংশগ্রহণ করেছে।

বিক্রয়-এর হেড অব কর্পোরেট সেলস সঞ্জয় বিশ্বাস বলেন, “সবারই নিজের একটি বাড়ির স্বপ্ন থাকে। টানা তৃতীয়বারের মতো বিক্রয় ‘প্রাইম ব্যাংক প্রপার্টি ফেয়ার ২০২৪, পাওয়ার্ড বাই প্রপার্টিগাইড’ আয়োজন করেছে, যেখানে ৭টি শীর্ষস্থানীয় ডেভেলপার এবং প্রপার্টিগাইড প্রদর্শিত এক্সক্লুসিভ প্রপার্টি রয়েছে। আমরা বিশ্বাস করি, এই মেলা ক্রেতাদের তাদের আদর্শ বাড়ি খুঁজে পেতে সাহায্য করবে এবং বাংলাদেশের রিয়েল এস্টেট খাতে নতুন গতি আনবে।”

বিক্রয়-এর হেড অব মার্কেটিং মো. আরিফিন হোসাইন বলেন, “গ্রাহকদের সুবিধা ও সক্ষমতার প্রতি আগ্রহের প্রতিফলন হলো বাংলাদেশে অনলাইন ব্যবসার প্রবৃদ্ধি। এই বছর, এক্সক্লুসিভ প্রপার্টি প্রদর্শনের ক্ষেত্রে প্রপার্টিগাইড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই মেলার মাধ্যমে, আমরা বিশ্বস্ত ডেভেলপারদের সঙ্গে ক্রেতাদের সংযুক্ত করতে চাই, যাতে তারা অনলাইনে সহজেই তাদের স্বপ্নের প্রপার্টি খুঁজে পান। আমরা দেশের সকল ক্রেতার আগ্রহোদ্দীপক অংশগ্রহণ আশা করছি।”

প্রাইম ব্যাংক-এর হেড অব লায়াবিলিটি মামুর আহমেদ বলেন, “বাংলাদেশে অনলাইন প্ল্যাটফর্মের গ্রাহকদের সংখ্যা দিন দিন বেড়ে চলেছে। আমাদের বিশ্বাস, দেশের রিয়েল এস্টেট ও প্রপার্টি খাতের প্রবৃদ্ধিতে প্রপার্টি মেলার মতো এমন উদ্যোগগুলো ইতিবাচক প্রভাব ফেলবে। প্রাইম ব্যাংক সবসময়ই গ্রাহকদের সহজে সুযোগ-সুবিধা দেওয়ার ওপর গুরুত্ব দেয়। এই মেলার মাধ্যমে আমরা আমাদের গ্রাহকদের জন্য সহজ হোম লোনের সমাধান নিয়ে এসেছি, যা তাদের স্বপ্ন পূরণে সহায়তা করবে। আমরা আশা করি, এই উদ্যোগটি সফল হবে।”

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫১ পূর্বাহ্ণ
  • ১১:৪৫ পূর্বাহ্ণ
  • ১৫:৪৩ অপরাহ্ণ
  • ১৭:২৩ অপরাহ্ণ
  • ১৮:৩৮ অপরাহ্ণ
  • ৬:০৪ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!