রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০১:০৭ অপরাহ্ন

কালিগঞ্জে উদীচী শিল্পী গোষ্ঠীর ৫৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

✍️হাফিজুর রহমান শিমুল📝কালিগঞ্জ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ১৮৩ বার পড়া হয়েছে

মানুষ ছাড়া ক্ষ্যাপারে তুই মূল হারাবি এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরার কালিগঞ্জে উদীচি শিল্পী গোষ্ঠীর ৫৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

উদীচি শিল্পীগোষ্ঠী কালিগঞ্জ শাখা সংসদের আয়োজনে মঙ্গলবার (২৯ অক্টোবর’২৪) বিকাল ৪ টায় কালিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে উদিচি শিল্পী গোষ্ঠীর ৫৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে উদযাপন করা হয়েছে।

উদিচি শিল্পীগোষ্ঠী কালিগঞ্জ শাখা সংসদের সিনিয়র সহ সভাপতি সুকুমার দাশ বাচ্চুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উদীচী শিল্পী গোষ্ঠীর উপদেষ্টা বিশিষ্ট সাহিত্যিক গাজী আজিজুর রহমান, অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, উপদেষ্টা এ্যাডঃ জাফরুল্লাহ ইব্রাহিম, উপজেলা লেডিস ক্লাবের সম্পাদিকা ইলা দেবী মল্লিক, উদীচী শিল্পী গোষ্ঠীর সদস্য সংগীতশিল্পী কণিকা সরকার, নাট্য অভিনেতা ও সাংবাদিক এস এম আহমাদুল্লাহ বাচ্চু, সাংবাদিক ও নাট্য অভিনেতা এম হাফিজুর রহমান শিমুল, সাংবাদিক শেখ আতিকুর রহমান নাট্য অভিনেতা জিএম আবু আব্দুল্লাহ, গোলাম আইয়ুব জুলু, কবি আলি সোহরাব, মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত কুমার বৈদ্য , সৈয়দ মোমিনুর রহমান প্রমূখ। উদীচি শিল্পগোষ্ঠী অসাম্প্রদায়িক ও অরাজনৈতিক একটি সংগঠন যা ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত হয়। প্রগতিশীল দেশের সকল আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ সহ অন্যায় ও প্রতিবাদে সংগঠনটি মানুষের ও রাষ্ট্রের কল্যাণে কাজ করে থাকে।

অনুষ্ঠানের শুরুতেই সমবেত কন্ঠে জাতীয় সংগীত ও পরে গণসঙ্গীত পরিবেশন করেন কণিকা সরকার, শান্তি চক্রবর্তী সহ শিল্পীবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উদীচী শিল্পীগোষ্ঠী কালিগঞ্জ মশাখা সংসদের সাধারণ সম্পাদক শান্তি গোপাল চক্রবর্তী।

অনুষ্ঠানে উদীচি শিল্পী গোষ্ঠীর সদস্য সহ সাংবাদিক সুধী ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!