গোপালগঞ্জের মুকসুদপুরে বন্দোবস্ত নেওয়ার দীর্ঘ ৫ বছর পর জমির দখল বুঝে পেলেন উপজেলার জলিরপাড় গ্রামের ৯টি ভূমিহীন পরিবার।
২০১৯ সালে ভূমি বন্দোবস্তের দলিল পেলেও স্থানীয় ভূমিদস্যূদের কারণে দখলে যেতে পারেননি তারা। দখল বুঝে পেতে গত ২৬ জুন জেলা প্রশাসকের সামনে মানববন্ধন করেন ভূক্তভোগী পরিবারগুলো।
জানা গেছে, ২০১৯ সালে ভূমিহীন বন্দোবস্ত গ্রহণ করে দলিল সম্পন্ন হয়। ২০২৩ সালে জমি পরিমাপের পর সীমানা নির্ধারণ করে প্রত্যেকের নামে সাইনবোর্ড টানিয়ে দেয় জেলা প্রশাসন। এ বিষয়ে আদালতে মামলা – মোকদ্দমা ও বিভিন্ন কারণে পরিবারগুলো এতোদিন জমির দখল বুঝে পাননি।
পরে জেলা প্রশাসকের নির্দেশে শনিবার (২৬ অক্টোবর’২৪) দুপুরে জলিরপাড় ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. ইমারত হোসেন মিয়া ও সার্ভেয়ার বাবুল হোসেন সরেজমিনে জমি পরিমাপ করে প্রত্যেকের জমির দখল বুঝে দেন এবং সীমানা নির্ধারণ করে লাল পতাকা টাঙিয়ে দেন।
এসময় মুকসুদপুর উপজেলার সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ রকিব হোসেন, উপজেলা সহকারী কমিশনার অফিস ও স্থানীয় ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি-বর্গ সহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
দখল বুঝে পেয়ে সেলিনা বেগম আবেগআপ্লুত হয়ে বলেন, জমি বন্দোবস্ত পেয়েও দখলে যেতে পারিনি। আজ পাঁচ বছর পর দখল বুঝে পেলাম। আমরা অনেক খুশি।