জেলা হিসেবে সাতক্ষীরা অনেক ক্রীড়াবিদ উৎপাদন করে-ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ
✍️এস এম শহিদুল ইসলাম📝জেষ্ঠ প্রতিবেদক✅
প্রকাশের সময় :
শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪
১২১
বার পড়া হয়েছে
দু’দিনের সফরে সাতক্ষীরায় এসেছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
সফর সঙ্গী হিসেবে রয়েছেন উপদেষ্টার একান্ত সচিব, সহকারী একান্ত সচিব, ব্যক্তিগত কর্মকর্তা, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং সচিব (যুগ্মসচিব), জাতীয় ক্রীড়া পরিষদ ও চেয়ারম্যানের একান্ত সচিব, জাতীয় ক্রীড়া পরিষদ। সফরসূচী অনুযায়ী যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আজ শুক্রবার (১১ অক্টোবর ‘২৪) সন্ধ্যায় সাতক্ষীরা সার্কিট হাউসে পৌঁছান।
এসময় যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের উপদেষ্টাকে ফুলেল শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে বরণ করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ ও পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম। এরপর রাতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে যুব উন্নয়ন অধিদপ্তর ও জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাদের সাথে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভার পরে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তাঁর সফর সঙ্গীদের নিয়ে বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন ও সংশ্লিষ্টদের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় করেন। এসময় সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ ও পুলিশ সুপার মো. মনিরুল ইসলামসহ প্রশাসনের পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
শারদ রাতের এ নান্দনিক মনোজ্ঞ আয়োজনে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘জেলা হিসেবে সাতক্ষীরা অনেক ক্রীড়াবিদ উৎপাদন করে, সেক্ষেত্রে ক্রীড়া ফ্যাসিলিটিসের ক্ষেত্রেও ততটুকু গুরুত্ব পাওয়া উচিৎ বলে আমি মনে করি।’
শনিবার (১২ অক্টোবর’২৪) সাতক্ষীরা জেলাস্থ বিভিন্ন উপজেলার পূজামন্ডপ পরিদর্শন ও সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় করবেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও তাঁর সফর সঙ্গীরা।