ভোক্তা অধিদপ্তরের আজ মঙ্গলবার (৮ অক্টোবর’২৪) সাতক্ষীরার কালীগঞ্জের বাঁশতলা, বালিয়াডাঙ্গ ও মৌতলা বাজার মনিটরিং।
জেলা পুলিশ ফোর্স ও ক্যাব সদস্য সাকিবুর রহমান বাবলা’র সহায়তায় বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সাতক্ষীরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হাসান।
বাজার তদারকি সময়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন’০৯ বাস্তবায়নে প্রশাসনিক ব্যবস্থায় বাঁশতলা বাজারে (সরবারহ কালে) মেসার্স শেখ এন্টারপ্রাইজকে ২ হাজার, বালিয়াডাঙ্গা বাজারে মোজাহিদুল এন্টারপ্রাইজকে ১ হাজার ও মৌতলা বাজারে আতিকুর স্টোরে ৫ হাজার টাকা মিলো মোট ৮ হাজার টাকা জরিমানা আদায় করেছে। এই ৪টি ব্যবসা প্রতিষ্ঠান জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনের ৩৮ ও ৪৫ ধারা লংঘন করেছে।
আজকের তদারকি কার্যক্রমে এ সকল এলাকায় উৎপাদিত মুরগির ডিম ও মাংস বিষয়ে বিশেষ নজরদারি বাড়ানো হয়েছে।
ভোক্তা জনসচেতনতা সৃষ্টির জন্য লিফলেট ও ব্রুশিয়ার বিতরণ করা হয়েছে।
জনস্বার্থে এই তদারকি ও জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।