গোপালগঞ্জে র্যালী ও আলোচনা সভার মধ্যদিয়ে বিশ্ব বসতি দিবস-২০২৪ উদযাপন অনুষ্ঠিত হয়েছে।
“তরুণদের সম্পৃক্ত করি, উন্নত নগর গড়ি” – এ প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জ জেলা প্রশাসন ও গণপূর্ত বিভাগের যৌথ আয়োজনে আজ সোমবার (৭ অক্টোবর’২৪) সকাল ১০ টায় গোপালগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামানের নেতৃত্বে জেলা প্রশাসন, গণপূর্ত বিভাগ সহ অন্যান্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে জেলা প্রশাসন ভবনের সামনে থেকে এক বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা প্রশাসন ভবনের সামনে ফিরে শেষ হয়।
এরপর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ “স্বচ্ছতা’য় গোপালগঞ্জ গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী কামরুল হাসানের সভাপতিত্বে বিশ্ব বসতি দিবস -২০২৪ উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য রাখেন, গোপালগঞ্জ জেলা প্রশাসক বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামান।
অনুষ্ঠানের সভাপতি জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান তার বক্তব্যে বিশ্ব বসতি দিবসের তাৎপর্য তুলে ধরে মূল্যবান বক্তব্য রাখেন। দেশের প্রতিটি মানুষের জন্য নিরাপদ আবাসন অপরিহার্য। সংবিধানে উল্লেখিত মৌলিক অধিকারের এই উপাদানটি বাস্তবায়নে তরুণ ও নবীনদের সম্পৃক্ত রাখার উদাত্ত আহ্বান জানান তিনি।