জাতীয় দৈনিক কালের কণ্ঠের বাণিজ্যিক প্রতিনিধি ও ইংরেজি দি ডেইলি সান’র জেলা প্রতিনিধি শেখ আমিনুর রশিদ সুজন’র নামে সাতক্ষীরা জেলা পরিষদ কর্তৃক বিগত ২৯/০৮/২০২০ সালে করা চেকের অজ্ঞাত মিথ্যা মামলা করে সাতক্ষীরা সদর থানায়। পরবর্তীতে মামলাটির তদরন্তর দায়িত্ব দেওয়া হয় ডিবিতে।
সন্দেহবশত পিছন সাইটের সিসি টিভির ফুটেস দেখে ২৪/০৮/২০২১ সালে তাকে অফিসিয়াল কাজে কর্তব্যরত অবস্থায় জাতীয় দৈনিক কালের কণ্ঠের বাণিজ্যিক প্রতিনিধি ও ইংরেজি দি ডেইলি সান’র জেলা প্রতিনিধি শেখ আমিনুর রশিদ সুজনকে সন্দেহ করে এক পর্যায়ে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করে। দীর্ঘ ২৭ দিন জেল হাজত খাটার পর ২৭/০৯/২০২১ তারিখে জামিনে মুক্তি লাভ করে। সাতক্ষীরার গোয়েন্দা সংস্থা (ডিবি) এই মামলায় ফরেন্সিং রিপের্টে কোন প্রমাণ না পাওয়ায় তাৎক্ষণিক ডিবি থেকে ০৫/০৯/২০২৪ তারিখে মামলাটি সাতক্ষীরা সিআইডিতে পাঠায়। সিআইডি দীর্ঘ ৩ বছর এ মামলাটি তদন্ত শেষে সঠিক তথ্য প্রমাণ না পাওয়ায় ১০/০৯/২০২৪ তারিখে ফাইনাল চূড়ান্ত রিপোর্ট দাখিল করলে আদালত পূণরায় মামলাটি তদন্তের জন্য পুলিশ সুপার পিবিআইতে পাঠায়। পিবিআই দীর্ঘ ৪ মাস তাদের পক্ষ থেকে তদন্ত করে কোন সঠিক তথ্য প্রমাণ না পাওয়ায় ডিবি, সিআইডি ও পিবিআই’র পূর্বের তদন্ত রিপোর্ট বহাল রাখায় উক্ত আদালত সাতক্ষীরা জেলা পরিষদ কর্তৃক করা মিথ্যা জিআর/৬৩৩/২০২০ মামলা থেকে জাতীয় দৈনিক কালের কণ্ঠের বাণিজ্যিক প্রতিনিধি ও ইংরেজি দি ডেইলি সান’র জেলা প্রতিনিধি শেখ আমিনুর রশিদ সুজনকে সাতক্ষীরা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ০৫/০৯/২০২৪ তারিখে উক্ত মিথ্যা চেকের মামলা থেকে অব্যহতি প্রদান করে। সাতক্ষীরা জেলা পরিষদ কর্তৃক মিথ্যা চেক এর মামলায় সে হয়রানীর শিকার হয়েছে। মিথ্যা মামলা থেকে অব্যহতি ও মুক্তি পাওয়ায় সে মহান আল্লাহর দরবারে লাখো কোটি শোকর আদায় করেছে এবং সাতক্ষীরাবাসীর নিকট দোয়া কামনা করেছেন।