সাতক্ষীরার তালায় ইসলামকাটি ইউনিয়ন পরিষদের উদ্দ্যোগে হিন্দু সম্প্রাদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব দূর্গাপূজায় শান্তি-শৃঙ্খলা বাজায় রাখা ও শঙ্কামুক্ত ধর্মীয় উৎসব পালক করার লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (৬ অক্টোবর’২৪) সকালে ইউনিয়ন পরিষদ হলরুমে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক হোসেন এর সভাপতিত্বে ও ইউপি সদস্য আব্দুল হাকিমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তালা থানা অফিসার ইনচার্জ (ওসি) মমিনুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পূজা উৎযাপন পরিষদের সাধারণ সম্পাদক নারায়ন চন্দ্র মজুমদার।
বক্তব্য রাখেন, ইউপি সদস্য এজাহার আলী, মোঃ রফিকুল ইসলাম, মোঃ আল আমিন, আসাদ মৃধা, খায়রুল ইসলাম, মাসুম বিল্লাল গাজী, মোঃ খসরুর রহমান, ফেরদৌস মোড়ল, লাকি খাতুন, বিলকিস আরা, জয়ন্তী দাস, ইউনিয়ন পূজা উৎযাপন পরিষদের সভাপতি বিকাশ মজুমদার সাধারণ সম্পাদক অরুণ কুমার মল্লিক।
তালা থানা অফিসার ইনচার্জ মমিনুল ইসলাম বলেন, বাংলাদেশে পূজা উৎযাপন অন্য বারের ন্যায় এবারও উৎসবমুখর পরিবেশে হবে। আইন শৃঙ্খলা ঠিক রাখার জন্য তালা থানার পুলিশ দিনরাত পরিশ্রম করে চলেছেন। আমি থানার প্রতিটি ইউনিয়নে সকল পূজা কমিটির সাথে যোগাযোগ রক্ষা করছি। কোথাও কোনো সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করতে হবে। আমাদের টহল পুলিশদল সাথে সাথে সেখানে হাজির হবে। তবে ভালো ভাবে পূজা করতে হলে পূজা কমিটিকে সতর্ক থাকতে হবে। আনছারদের সাথে তাদেরও ডিউটি করতে হবে। কোনো ক্রমেই পূজা মন্দির অরক্ষিত রাখা যাবে না।
সভাপতির বক্তব্যে চেয়ারম্যান গোলাম ফারুক বলেন, ইসলামকাটি ইউনিয়নে শান্তিপূর্ণ ভাবে পূজা উৎযাপনে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সবধরণের সহযোগীতা করা হবে। প্রতিটি ওয়ার্ডে ইউপি সদস্য ও গ্রামপুলিশ সর্বক্ষণ তদারকি করবেন। আমিও বিসর্জনের দিন পর্যন্ত বিষয়টি পর্যবেক্ষণ করব। আমি বিশ্বাস করি আমার ইউনিয়নে পূজা উৎযাপনে কোনো সমস্যা হবে না এবং যদি কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করে তাহলে আইন প্রয়োগকারী সংস্থার সহযোগীতায় কঠোর হস্থে দমন করা হবে।