সাতক্ষীরার কালিগঞ্জে দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গোৎসব উদযাপনের লক্ষ্যে মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (৫ অক্টোবর’২৪) বিকাল ৪ টায় উপজেলার গোবিন্দকাটি হাইস্কুল মাঠ সংলগ্নে দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক জুলফিকার আলী’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক শেখ এবাদুল ইসলাম।প্রধান আলোচক ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব ডাঃ শেখ শফিকুল ইসলাম বাবু। বিশেষ অতিথি হিসাবে ছিলেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব এসএম মোতহার হোসেন, সিনিয়র যুগ্ন আহবায়ক জালাল উদ্দিন গাজী, যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান হুকুম, দক্ষিণ শ্রীপুরের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য পরজিত সরকার, গোবিন্দকাটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পশুপতি সরকার, উত্তর শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু অমল কুমার, গোবিন্দকাটি সার্বজনীন দুর্গা মন্দির কমিটির সভাপতি বিজন কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক দিলীপ কুমার সরকার।
এছাড়া উপস্থিত ছিলেন দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ন আহবাযক মোঃ শাহ আলম, সদস্য আব্দুর রাজ্জাক, উপজেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক আমিরুল ইসলাম, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন ছাত্রদলের দোলন, মাসুম, নাজমুল ইসলাম প্রমুখ। বক্তারা বলেন দেশ নায়ক তারেক রহমানের নির্দেশনা মোতাবেক আসন্ন দুর্গোৎসব নির্বিঘ্নে ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্নে কোনো অপশক্তি যেন ষড়যন্ত্র করতে না পারে তার জন্যে বিএনপি দলীয় নেতা কর্মীদের সজাগ থাকতে হবে। সম্প্রীতি ও শান্তির লক্ষে উক্ত সভায় উপস্থিত ছিলেন বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপি ও বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকবৃন্দ, অত্র ইউনিয়নের পৃথক ৪টি দুর্গাপুজা মন্দিরে কমিটির নেতা ও কর্মীবৃন্দ।