আমরা ছাত্র। আমরা আদর্শ মানুষ হতে চাই। আমরা ছোটদের স্নেহ এবং গুরুজনদের শ্রদ্ধা জানাতে চাই। আমরা বড় হতে চাই। দেশ ও দশের মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করতে চাই।
আমি সাতক্ষীরার তালা উপজেলার তালা বাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র। আমার বাবা একজন সহকারী শিক্ষা অফিসার। তাঁর চাকুরীর বদলি সূত্রে ২০২২ সালের সেপ্টেম্বরে আমরা তালা উপজেলাতে আসি। সেই সূত্রে আমি এখানে ভর্তি হই। নতুন স্কুলে প্রথমে খুব ভয় পাচ্ছিলাম কিন্তু স্যার-ম্যাডামরা এবং আমার বন্ধুরা আমাকে এত ভালবাসবে, এত আপন করে নিবে ভাবতে পারিনি। আমার বন্ধু মায়াদ, অর্ঘ্য, মাহির, রাজিব, বর্ষণ, অয়নসহ অনেকের সাথে আমার খুব ভাব হয়। শ্রদ্ধেয় মিজানুর রহমান স্যার আমাদের প্রধান শিক্ষক। আমাদের সকল স্যার-ম্যাডাম খুব ভালো ক্লাস নেন। শ্রদ্ধেয় জাহাঙ্গীর স্যার আমাদের সাথে খুব বেশি মজা করেন কিন্তু আবার তাঁেক বেশি ভয় পাই আমরা। কয়েকদিন আগে জাহাঙ্গীর স্যার আমাদের শারীরিক শিক্ষা ক্লাসে উপস্থিত ধারণা মতে আদর্শ মানুষ হওয়ার উপদেশ সমূহ লিখে আনতে বলেন। আর পয়েন্ট আকারে লিখতে বললেন। আমরা সবাই লিখতে শুরু করলাম। কিছু সময় পরে স্যার আমাকে ডাকলেন।
আমি তখন ৪০টি পয়েন্ট লিখেছি। পয়েন্টগুলো ছিল:
১। সবসময় সত্য কথা বলা। ২। মিথ্যা কথা না বলা। ৩। সবার উপকার করা। ৪। গরিব লোকদের পাশে দাঁড়ানো। ৫। বয়স্কদের শ্রদ্ধা ও সম্মান করা। ৬। ঈশ^রের আরাধরা ও প্রার্থনা করা। ৭। সৎ পথে চলা। ৮। অসৎ পথে না চলা। ৯। ভালো কাজ করা। ১০। খারাপ কাজ না করা। ১১। কারোর ক্ষতি না করা। ১২। ছোটদের ভালোবাসা ও শ্রদ্ধা করা। ১৩। সমাজের বিভিন্ন নিয়মকানুন মেনে চলা। ১৪। মা-বাবার কাজে সাহায্য করা। ১৫। হিংসা করব না। ১৬। রাগারাগি করব না। ১৭। চুরি না করা। ১৮। অন্যের জিনিস না নেওয়া। ২০। মা-বাবার যত্ন নিব ও ভালোবাসব। ২১। গরিব লোকদের দান করব। ২২। বিভিন্ন প্রতিষ্ঠানে দান করব। ২৩। কেউ যদি খারাপ কাজ করে তাকে তা থেকে বিরত থাকতে বলব। ২৪। কেউ যদি ভালো কাজ করে তাকে উৎসাহ দিব সে কাজ করতে। ২৫। সবসময় পরিশ্রম করব। ২৬। সামর্থ থাকলে বিভিন্ন প্রতিষ্ঠান নির্মান করব। ২৭। দেশের প্রতি অনুগত থাকব। ২৮। দেশের স্বাধীনতা রক্ষা করব। ২৯। দূষ্কৃতিকারীদের দমন করব। ৩০। পরিবেশ রক্ষার জন্য গাছ লাগাব। ৩১। রাষ্ট্রের দায়িত্ব ও কর্তব্য পালন করব। ৩২। মিলেমিশে থাকব। ৩৩। সবার সাথে সম্প্রতিপূর্ণ আচরণ করব। ৩৪। দেশকে শক্তিশালী করব। ৩৫। অতীতের আদর্শ মানুষদের অনুসরণ করব। ৩৬। নিজের মধ্যে সব খারাপ সঙ্গ ত্যাগ করব। ৩৭। সকলকে আপন বলে ভাবব। ৩৮। ভালো আচরণ করব। ৩৯। মমত্ববোধ জাগ্রত করব। ৪০। মানুষের সেবা ও মঙ্গল কামনা করব।
স্যার আমার এই লেখা ক্লাসে সবার সামনে পড়ে শুনালেন এবং স্যার আমার খুব প্রশংসা করলেন। এবার স্যার আমার খাতাটি অফিসে যেয়ে মুক্তা ম্যাডামকে দিতে বললেন এবং অন্য স্যারদের শুনাতে বললেন। স্যার ম্যাডামরাও খুব প্রশংসা করলেন। ফিরে এলাম ক্লাসে স্যারের কাছে। স্যার আমাকে বললেন, “ অরিত্র বাবা তুমি অনেক বড় মানুষ হবে।” আমি যে কত খুশি হয়েছি তা লিখতে পারব না। আর এ দিনটির কথা কখনো ভুলবো না। আমাদের বিদ্যালয়ের উন্নতির জন্য এবং আমাদের জন্য সবাই দোয়া করবেন।
লেখক : অরিত্র সরকার, পঞ্চম শ্রেণি,
তালা বাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়।