বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ০৮:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় সপরিবারে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন বিদায়ী ডিসি মুহম্মদ কামরুজ্জামান আশাশুনির উপকূলীয় এলাকায় ক্রীড়া উৎসব খুলনায় ইউনিয়ন পরিষদের রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনায় রূপান্তরের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত তালায় পুকুরে ডু”বে শি”শুর ম”র্মান্তিক মৃ”ত্যু কলারোয়ায় বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক এমপি হাবিবের নির্বাচনী মহিলা সমাবেশ অনুষ্ঠিত শ্যামনগরে বিএনপির যৌথ সভা: ড. মনিরুজ্জামানকে বিজয়ী করার আহ্বান সাতক্ষীরার জুলাই স্মৃ”তিস্তম্ভে অ”গ্নিসং”যোগের অ”ভিযোগে জুলাইযোদ্ধাদের প্র”তিবাদ সমাবেশ, অ”গ্নিকা”ন্ডের ঘ”টনা ঘ”টেনি, দা”বি পুলিশের শ্যামনগরকে ১২ নভেম্বর ‘উপকূল দিবস’ ঘোষণার দাবিতে মানববন্ধন নবপল্লব প্রকল্পের আওতায় শ্যামনগরে মাছচাষীদের মাঝে জৈব সার ও মাছের খাদ্য বিতরণ বিদায়ী জেলা প্রশাসক মোস্তাক আহমেদকে সাতক্ষীরার পুলিশের পক্ষে বিদায় সংবর্ধনা

সাতক্ষীরায় যথাযথ মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস ২০২৪ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা 

✍️মাহফিজুল ইসলাম আক্কাজ📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
  • ১০৪ বার পড়া হয়েছে

শিক্ষার কণ্ঠস্বর শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার এই প্রতিপাদকে সামনে রেখে সাতক্ষীরায় যথাযথ মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস ২০২৪ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি  ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (০৫ অক্টোবর’২৪) বেলা ১১টায় সাতক্ষীরা জেলা প্রশাসন, জেলা শিক্ষা অফিস ও জেলা শিক্ষক সমিতির আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শিক্ষক দিবসের একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। পরে সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ এঁর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, সাতক্ষীরা জেলায় আমি যতদিন আছি জেলার শিক্ষকদের কোন অসুবিধা হতে দেবো না। এ জেলার সকল শিক্ষকদের সমস্যা গুরুত্বের সাথে দেখা হবে। শিক্ষকদের সঠিকভাবে নিজ নিজ দায়িত্ব সঠিক়ভাবে পালন করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানে কোন কোচিং বাণিজ্য চলবে না। কোচিং বাণিজ্যের অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন  সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আমানউল্লাহ আল-হাদী, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শেখ মঈনুল ইসলাম মঈন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে ইয়াসমিন করিমী, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম টুকু, জেলা শিক্ষক প্রীতি সভাপতি আমানুল্লাহ আমান প্রমুখ। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা মাধ্যমিক অফিসার নারায়ণ চন্দ্র, সদর উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবুল হোসেন, সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মো. মুফতি আক্তারুজ্জামান, সাতক্ষীরা সিটি কলেজের উপাধ্যক্ষ মোহাম্মদ আলতাফ হোসেন, সদর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মোমিনুল ইসলাম,  আলিপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল লতিফ, রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম খোকন, লাবসা পলিটেকনিক ইনস্টিটিউটের চীপ ইন্সট্যাক্টর (ননটেক)  সিদ্দিক আলী, অধ্যাপক রেজাউল করিম, সাতক্ষীরা টাউন গার্লস হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উজ্জল কান্তি শর্মা, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক গাজী মোমিন উদ্দীন ও আব্দুল করিম বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আল-আমিন  প্রমুখ। এ সময় সাতক্ষীরা জেলা প্রশাসনের কর্মকর্তা, জেলা শিক্ষা অফিসের কর্মকর্তা, শিক্ষক সমিতির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও শিক্ষকরা উপস্থিত ছিলেন। 

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবুল খায়ের।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!